TRENDING:

South Dinajpur News: স্কুলে নেই পড়ুয়া-শিক্ষক! নিজের ভেবে গোপনে গোপনে অনেকেই করে যায় অনেককিছু

Last Updated:

স্কুল ঘর না ভুতুড়ে বাড়ি বোঝা বড় দায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: স্কুল ঘর না ভুতুড়ে বাড়ি বোঝা বড় দায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুলের ঘর। এই স্কুলঘর একটা সময় কচিকাঁচাদের কোলাহলে মত্ত থাকত, কিন্তু সেসব আজ অতীত। প্রথম অবস্থায় দেখলে পরিত্যক্ত বাড়ি মনে হলেও খাতায় কলমে তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। দরজা ভেঙে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এমনকি জানলা দরজা খুলে নিয়ে গেছে চোরে। এই ছবি উঠে আসছে বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া সুকান্ত আদিবাসী স্কুলের। একটা মাত্র ঘর আর সেখানেই এক সময় স্কুল চলেছে কিন্তু একের পর এক শিক্ষক অবসর গ্রহণ করেছেন। ছাত্র-ছাত্রীরা আর কেউ নেই। যে যার মতন চলে গেছে অন্য স্কুলে। যার ফলে পরিত্যক্ত হয়ে পড়েছে স্কুল।
advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে স্কুলটি। সিলিং-এর চাঙর খসে পড়ছে, দরজা জানালাও ভেঙে পড়তে শুরু করেছে। সন্ধে নামলেই পরিত্যক্ত ঘরে সমাজ বিরোধীদের আড্ডা। এমনকি স্কুলের চারপাশে থাকা জায়গা বেহাত হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেখানকার পড়ুয়াদের কিছুটা দূরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে পড়াশুনা চালিয়ে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, “দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত।”

advertisement

রও পড়ুন: ইচ্ছেটাই আসল কথা! মাত্র ৮ লাখ টাকা খরচে তৈরি এক প্রকল্পে বাঁচছে পরিবেশ, দিলখুশ স্থানীয়দেরও

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

স্থানীয় বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই স্কুলটি চালু হোক। পুনরায় স্কুলটি চালু হলে স্থানীয় ছাত্র-ছাত্রীরা অনেকটাই সুবিধা পাবে।এর ফলে স্থানীয় ছাত্র-ছাত্রীদের দূরে স্কুলে যেতে হবে না। তবে, এই স্কুলটির হাল কবে ফিরবে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। অন্যদিকে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সূত্রের খবর, এখানে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর তাদের অনুমতি ছাড়াই তৈরি হয়েছে কমিউনিটি শৌচাগার। যা নিয়েও এখন হচ্ছে জলঘোলা।

advertisement

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: স্কুলে নেই পড়ুয়া-শিক্ষক! নিজের ভেবে গোপনে গোপনে অনেকেই করে যায় অনেককিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল