স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে স্কুলটি। সিলিং-এর চাঙর খসে পড়ছে, দরজা জানালাও ভেঙে পড়তে শুরু করেছে। সন্ধে নামলেই পরিত্যক্ত ঘরে সমাজ বিরোধীদের আড্ডা। এমনকি স্কুলের চারপাশে থাকা জায়গা বেহাত হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেখানকার পড়ুয়াদের কিছুটা দূরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে পড়াশুনা চালিয়ে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, “দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত।”
advertisement
আরও পড়ুন: ইচ্ছেটাই আসল কথা! মাত্র ৮ লাখ টাকা খরচে তৈরি এক প্রকল্পে বাঁচছে পরিবেশ, দিলখুশ স্থানীয়দেরও
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই স্কুলটি চালু হোক। পুনরায় স্কুলটি চালু হলে স্থানীয় ছাত্র-ছাত্রীরা অনেকটাই সুবিধা পাবে।এর ফলে স্থানীয় ছাত্র-ছাত্রীদের দূরে স্কুলে যেতে হবে না। তবে, এই স্কুলটির হাল কবে ফিরবে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। অন্যদিকে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সূত্রের খবর, এখানে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর তাদের অনুমতি ছাড়াই তৈরি হয়েছে কমিউনিটি শৌচাগার। যা নিয়েও এখন হচ্ছে জলঘোলা।
সুস্মিতা গোস্বামী