South Dinajpur News: ইচ্ছেটাই আসল কথা! মাত্র ৮ লাখ টাকা খরচে তৈরি এক প্রকল্পে বাঁচছে পরিবেশ, দিলখুশ স্থানীয়দেরও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
গ্রাম পঞ্চায়েত প্রায় আট লক্ষ টাকা ব্যয় করে এই প্রকল্প শুরু করেছে
দক্ষিণ দিনাজপুর: শুধু শহরই নয়, এবার গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামীণ এলাকাতেও প্লাস্টিক ও পচনশীল বর্জ্য পদার্থকে আলাদা করার উদ্যোগ নিল জলঘর গ্রাম পঞ্চায়েত। ২০২৩-২৪ আর্থিক বছরে জলঘর গ্রাম পঞ্চায়েত প্রায় আট লক্ষ টাকা ব্যয় করে এই প্রকল্প শুরু করেছে। জলঘর গ্রাম পঞ্চায়েতের মোট ১০টি গ্রাম রয়েছে, যার মধ্যে রাধানগর, গোপীবল্লভপুর, গোপিনগর, চকহরিনা, জলঘর ও গঙ্গাসাগর প্রধান। এই সমস্ত গ্রাম থেকে পঞ্চায়েতের উদ্যোগে সপ্তাহে দুদিন করে বর্জ্য নিষ্কাশন প্রকল্পের গাড়ি গ্রামে গ্রামে ঘুরে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে। পচনশীল বর্জ্য পদার্থকে পরবর্তীতে জৈব সার, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি কাজে এবং অপচনশীল বর্জ্য প্লাস্টিকের জন্য একটি প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটও গড়ে তোলা হয়েছে।
জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রাম সংসদের ফাঁকা মাঠে এই বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি করেছে। পঞ্চায়েত থেকে আট জন কর্মী নিয়োগ করা হয়েছে। যারা পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করার কাজে নিযুক্ত রয়েছে। সপ্তাহে তিনদিন এক একটি গ্রামে এই সমস্ত জঞ্জালবাহী গাড়িগুলি জঞ্জাল সংগ্রহে যায়। গ্রামবাসীদের দাবি, আগে যেখানে প্লাস্টিক তাঁরা ফেলে দিতেন বা তাদের অজান্তেই কোন রকমে এসে মাঠে পড়ত, তাতে চাষের যেমন ক্ষতি হত তেমনই মাটির উর্বরতা শক্তি ও দ্রুত নষ্ট হয়ে যেত। চাষ দেওয়ার পর প্লাস্টিক কুড়িয়ে তুলতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হত। কিন্তু বিগত ছয় মাসে সেই সমস্যা মিটে গেছে অনেকটাই। এখন আর বাড়িতে জমে থাকা প্লাস্টিককে কেউ আগুনও লাগায় না। আর মাটিতে ফেলেও দেয় না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতের গাড়ি গিয়ে সেই সমস্ত বর্জ্য তুলে নিয়ে আসে আর এই প্রকল্প চালু হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা এতদিন যে প্লাস্টিক জমানোর পর পুড়িয়ে ফেলতেন এখন আর না পুড়িয়ে পঞ্চায়েতের পাঠানো গাড়িতেই তুলে দেন। মাত্র কয়েক মাসেই এলাকার পরিবেশ ফিরতে শুরু করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পঞ্চায়েতের বর্জ ব্যবস্থাপনায় উন্নতি ঘটবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকা ছাড়াও স্থানীয় গ্রামবাসীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 3:18 PM IST