TRENDING:

Jalpaiguri News: ক্লাস শুরুর আগেই স্কুলে ছুটে আসে পড়ুয়ারা! মিড ডে মিল নয়, তাদের টান কোথাও, জানলে অবাক হবেন

Last Updated:

ময়নাগুড়ির চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে পাখিদের জন্য তৈরি ঘরেই এখন দখল নিয়েছে শালিখ, চড়ুই, টিয়া, ঘুঘু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কালবৈশাখীর ঝড়ে ঘরহারা পাখি কুল! ভেঙে যাওয়া ঘর বাঁধতে এগিয়ে ক্ষুদে পড়ুয়ারা। শালিক-চড়ুইয়ের টানে স্কুলে ছুটছে পড়ুয়ারা। জলপাইগুড়ির এই বিদ্যালয়ই এখন পাখিদের আশ্রয়। পাখিদের ডাকে ভোর হয়, কিন্তু এক স্কুলে এখন সেই ডাকেই শুরু হচ্ছে পঠনপাঠনও। ময়নাগুড়ির চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে পাখিদের জন্য তৈরি ঘরেই এখন দখল নিয়েছে শালিখ, চড়ুই, টিয়া, ঘুঘু। আর সেই টানেই প্রতিদিন একটু আগেই স্কুলে ছুটে আসছে পড়ুয়ারা।
advertisement

প্রায় একবছর আগে শুরু হওয়া এই অভিনব উদ্যোগে নতুন প্রাণ পেয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। আম, জলপাই, কাঁঠাল, জারুল, পলাশ গাছে সাজানো স্কুল চত্বরে যখন কালবৈশাখীর পর পড়ে থাকতে দেখা যায় ডিম আর ছানা—হৃদয় ভেঙেছিল শিক্ষক-শিক্ষার্থী সবার। তখনই ঠিক হয়, এই বিদ্যালয়ই হবে পাখিদের নিরাপদ বাসস্থান। এই অবস্থার বদল আনতেই বছর খানেক আগে স্কুলের কয়েকজন শিক্ষক মিলে ভাবেন, পাখিদের জন্য মজবুত, নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি নিয়ে শুরু হয় পরিকল্পনা।

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে হাতি তাড়তে যাওয়াই কাল! ডুয়ার্সে আবারও প্রাণ গেল তরতাজা যুবকের

পাখিদের কথা বোঝানো হয় ১১০০ পড়ুয়াকে। তারা এগিয়ে আসে আগ্রহ নিয়ে। প্রাক্তন ছাত্র অজয় রায় ও অভিজিৎ রায়ের সহযোগিতায় মাটির তৈরি ঢাকনাওয়ালা বাসা আনা হয় স্থানীয় পালপাড়া থেকে। স্কুলের ১১০০ ছাত্রছাত্রীই রংতুলিতে রাঙিয়ে তোলে সেই বাসাগুলি। এরপর দড়ি দিয়ে সেগুলো ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে ডালে। প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানালেন, “প্রথমে ভয় ছিল পাখিরা আসবে তো? এখন দেখি প্রতিটি বাসা যেন একেকটি সংসার।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ রায় বলেন, “আমরা এখন আরও ফলের গাছ লাগাচ্ছি, মিড-ডে মিলের বাড়তি ভাত, বিস্কুটও রাখি ওদের জন্য।” আজ এই বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। যেখানে প্রতিদিন শিশুদের বইয়ের পাশাপাশি শেখানো হচ্ছে ভালবাসা, সহানুভূতি আর পরিবেশ রক্ষার পাঠ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ক্লাস শুরুর আগেই স্কুলে ছুটে আসে পড়ুয়ারা! মিড ডে মিল নয়, তাদের টান কোথাও, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল