Jalpaiguri News: রাতের অন্ধকারে হাতি তাড়তে যাওয়াই কাল! ডুয়ার্সে আবারও প্রাণ গেল তরতাজা যুবকের
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মুখে আলো পড়তেই তেড়ে এল, মানুষ এবং বন্য প্রাণের সংঘাতে নিমেষেই ঝড়ে গেল তরতাজা একটি প্রাণ।
জলপাইগুড়ি: মুখে আলো পড়তেই তেড়ে এল, মানুষ এবং বন্য প্রাণের সংঘাতে নিমেষেই ঝড়ে গেল তরতাজা একটি প্রাণ। ডুয়ার্সে মানুষ এবং বন্য প্রাণের সংঘাত অব্যাহত। সর্ব শেষ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেটেলি থানার অন্তর্গত গরুমারা জঙ্গল লাগোয়া বড় দিঘি বনবস্তিতে।
সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে আর পাঁচ জনের মত ঘরেই ঘুমিয়ে ছিলেন নন্দু খেরিয়া (৩৬)। বস্তিতে হাতি ঢুকেছে চিৎকারে ভেঙে যায় ঘুম, অন্যান্যদের সঙ্গে হাতিকে জঙ্গলে ফেরানোর নিত্যদিনের লড়াইয়ে যোগ দেয় নিজেও, অন্ধকারে দাঁড়িয়ে থাকা হাতির মুখে বন বিভাগের বিশেষ টর্চের আলো পড়তেই ক্ষেপে ওঠে গজরাজ, সামনে তখন নন্দু খেরিয়া, নিমেষেই শুঁড়ে পেঁচিয়ে পায়ে পিষে দেয় আদিবাসী এই চা বাগান শ্রমিককে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়েই পৌঁছে যায় বন বিভাগের খুনিয়া স্কোয়াডের কর্মীরা। গুরুতর আহত নন্দু খেরিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2025 2:40 PM IST







