Jalpaiguri News: চা বাগানে অকাল দীপাবলি! ফাটছে বাজি! তবে তা আনন্দের নয়, আতঙ্কের

Last Updated:

চা পাতা তোলার আগে দীপাবলির মত ফাটছে আতশবাজি! বিগত বেশ কিছুদিন ধরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে।

+
বাজি

বাজি ফাটাচ্ছেন চা শ্রমিকরা

জলপাইগুড়ি: শহর সংলগ্ন চা বাগানে এখন অকাল দীপাবলি! চা পাতা তোলার আগে দীপাবলির মত ফাটছে আতশবাজি! বিগত বেশ কিছুদিন ধরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে। আতশবাজির ঝলকানি আর টিনের কোলাহলে মুখর বাগান যেন হয়ে উঠল ‘অকাল দীপাবলি’র মঞ্চ।
তবে আনন্দ নয়, এর পেছনে রয়েছে চরম আতঙ্ক—লেপার্ড ভয়। সম্প্রতি বাগানের ৬০ নম্বর সেকশনে এক চা শ্রমিকের উপর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে লেপার্ড। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি। শ্রমিকদের দাবি, লেপার্ড হামলার পর ৬১ নম্বর সেকশনে গা ঢাকা দেয়। বন দফতর খাঁচা পাতলেও এখনও পর্যন্ত ধরা পড়েনি লেপার্ড। ফলে আতঙ্ক এখনও কাটেনি।
advertisement
advertisement
৬০ ও ৬১ নম্বর সেকশনে এদিন কোন শ্রমিকই কাজ করতে রাজি হননি। অন্যান্য সেকশনে কাজ শুরু হলেও শ্রমিকরা শুরুতেই বাজি ফাটান, টিন বাজান—চেষ্টা করেন বন্য প্রাণীকে দূরে রাখার। তবে সমস্যা তৈরি হয় অন্যখানে। শ্রমিকদের একাংশ জানান, বনের মাঝে বসবাস ও জীবিকার টানাপড়েন যেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় শ্রমিকদের সামনে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গতরাতেও চা বাগানে বনকর্মীদের সঙ্গে রাত জেগে কাটিয়েছেন শ্রমিকরা। আজও তাই প্রস্তুতি চলছে রাতজাগার। অকাল দীপাবলির আলোয় তাদের মনে বিঁধে রয়েছে চাপা আতঙ্ক, আর মনে একটাই প্রার্থনা—লেপার্ড যেন ধরা পড়ে, খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে পারেন চা শ্রমিকেরা!
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চা বাগানে অকাল দীপাবলি! ফাটছে বাজি! তবে তা আনন্দের নয়, আতঙ্কের
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement