TRENDING:

Job Alert: এসটিবিএ-তে বিপুল শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:
Siliguri Job Alert: রেলে চাকরির বড় সুযোগ। কাটিহার ডিভিশনের অধীনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট (STBA) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR)। কীভাবে আবেদন করবেন জানুন...
advertisement
1/6
এসটিবিএ-তে বিপুল শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল, জানুন আবেদন প্রক্রিয়া
রেলযাত্রীদের টিকিট পরিষেবা আরও সহজ ও মসৃণ করতে কাটিহার ডিভিশনের অধীনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট (STBA) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR)। বিভিন্ন স্টেশনে চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
বিজ্ঞপ্তি অনুযায়ী, কাটিহার ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন যেমন সালমারি, সোনাইলি, তেজনারায়নপুর, মনিয়ান, শিলিগুড়ি টাউন, তিনমাইল হাট, রঙ্গাপানি, রানীনগর জলপাইগুড়ি, , চাটারহাট, ধুমডাংগি, হাটওয়ার এবং গাইসাল স্টেশনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হবে।
advertisement
3/6
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে ২ হাজার টাকা জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে নির্ধারিত সময়সীমার মধ্যে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (কাটিহার) কার্যালয়, কাটিহার ও এরিয়া ম্যানেজার/নিউ জলপাইগুড়ি কার্যালয় থেকে।
advertisement
4/6
আবেদনপত্র পাওয়া যাবে ২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা পর্যন্ত। আবেদন জমা নেওয়া হবে ২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
advertisement
5/6
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও শর্তাবলি উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in-এ পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
advertisement
6/6
এই নিয়োগের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে বলে মনে করছে রেল প্রশাসন।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Job Alert: এসটিবিএ-তে বিপুল শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল, কীভাবে আবেদন করবেন জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল