শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই প্রদর্শনী বা এক্সিবিশন। হাতে তৈরি রাখি, গয়না, জামা কাপড়, ব্যাগ সব রয়েছে এখানে। এই এক্সিবিশনটি মহিলারা পরিচালনা করেন। বিশেষ করে অবাঙালি মহিলারা থাকেন প্রতিটি দোকানে।
আরও পড়ুন: আমন ধানে শোষক পোকার আক্রমণ থেকে বাঁচতে এই কাজটা অবশ্যই করুন
শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুজো অর্থাৎ তিজ ব্রত পালন করেন এই প্রদর্শনীর আয়োজকরা। এই মাসের প্রতিটি দিন তাঁদের কাছে উৎসবের মত। এই তিজ ব্রত পালনের টাকা তাঁরা জোগাড় করেন এক্সিবিশন করে। সারা বছর ঘরে তাঁরা কিছু না কিছু হাতের কাজ করে থাকেন। সেগুলিকেই এক্সিবিশন চলাকালীন তুলে ধরেন। ঘরের কাজ সামলে বিকেল থেকে এক্সিবিশন স্থলে চলে আসেন। অনেক মহিলা আবার হাতে তৈরি খাবার যেমন কেক, চকলেট, মোমো, রাজ পাঁপড়ি চাটের স্টল দিয়েছেন এখানে। এবছরেও এলাকা সহ পার্শবর্তী এলাকার মানুষেরা আসতে শুরু করেছে তাঁদের এক্সিবিশনে দেখে খুশি সকলে।
advertisement
অনন্যা দে