Paddy Cultivation: আমন ধানে শোষক পোকার আক্রমণ থেকে বাঁচতে এই কাজটা অবশ্যই করুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Paddy Cultivation: বাদামি শোষক পোকার আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যাবে। জানা গিয়েছে, কৃষি দফতর থেকে এবারে ধানের জাত এমটিইউ ১১৫৩, এই জাতের ধান লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে
উত্তর দিনাজপুর: আমনানে এই সময় শোষক পোকার আক্রমণ দেখা যায়। ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়। এই বিপদ থেকে বাঁচতে চাষিদের নির্দিষ্ট কতগুলি কাজ করতে হবে। কী করতে হবে তা নিচে বর্ণনা করা হল-
উন্নত পদ্ধতিতে আমন ধানের চাষ কীভাবে করতে হবে তা চাষিদের শেখাচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন। জাতীয় খাদ্য সুরক্ষা ২০২৪-২৫ এর আওতায় ১০০ হেক্টর জমিতে ধান চাষের প্রদশর্নী ক্ষেত্র শুরু করেছে ইটাহার ব্লক কৃষি দফতর। ইটাহারের শিশই, সাহা ভিটা, হেমতপুর মৌজা মিলিয়ে ১০০ হেক্টর জমিতে জাতীয় সুরক্ষা মিশনের অধিনে উন্নত প্রথায় আমন ধান চাষের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ কৃষকরা যাতে এই পদ্ধতি সম্বন্ধে সচেতন হন তার জন্য সেটি প্রদর্শনীও করা হচ্ছে।
advertisement
advertisement
এদিন কৃষি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে আমন ধানের চারা উন্নত প্রথায় রোপণ করা হয়। কৃষকদের সরকারিভাবে বীজ দেওয়া, বীজ শোধনের উপকারিতা, পরিমিত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, ধান চাষের নিরানির ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির মত বিষয়গুলি এখানে শেখানো হচ্ছে। এছাড়াও উন্নত প্রথায় লাইন করে আমন ধান চাষ করলে ভাল ফলন পেতে পারবেন কৃষকরা। এই পদ্ধতিতে আমন ধান চাষ করলে চাষিরা লাভ পাবেন বলে জানিয়েছেন ইটাহার ব্লক কৃষি দফতরের কৃষি সম্প্রসারণ সহ আধিকারিক স্বরূপ মজুমদার।
advertisement
কৃষকরা জানান, সরকারিভাবে ধানের বীজ পাওয়া সহ চারা করে, কম খরচে সরকারী নিয়মে আমন ধান চাষ শুরু করা হয়েছে ভাল ফলনের আশায়। এছাড়া সারিতে সারিতে আমন ধান লাগানো শেখানো হচ্ছে। এই ধান লাগানোর ফলে ধানের উৎপাদন অনেকটাই বেশি হবে। পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করলে ধান চাষের খরচও কমে যাবে। এছাড়া বাদামি শোষক পোকার আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যাবে। জানা গিয়েছে, কৃষি দফতর থেকে এবারে ধানের জাত এমটিইউ ১১৫৩, এই জাতের ধান লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই আমন ধানেই তাঁদের ভাল ফলন হবে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 1:38 PM IST