Doluakhaki Fire Incident: সেই দলুয়াখাকি'তে আবারও বিধ্বংসী আগুন! এবার পুড়ে ছারখার গোটা কারখানা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Doluakhaki Fire Incident: দলুয়াখাকি গ্ৰামের লস্কর পাড়ায় ভোররাতের দিকে, আনুমানিক ৩ টে নাগাদ রহমাতুল্লাহ লস্করের পোশাক তৈরির কারখানায় আগুন লাগে
দক্ষিণ ২৪ পরগনা: আবারও অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার দলুয়াখাকি গ্রামে। মাস কয়েক আগে স্থানীয় এক তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে কার্যত ধ্বংসলীলা চলে এই গ্রামে। দলুয়াখাকি গ্রামের সিপিএম সমর্থক বেশ কিছু পরিবারের বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সব হারিয়ে পথে এসে বসেছিল পরিবারগুলো। যদিও ক্ষতিগ্রস্তদের অনেকেই জানিয়েছিলেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সেই ঘটনার স্মৃতি মোছার আগেই ফের অগ্নিকাণ্ড। এবার পুড়ে ছারখার হয়ে গেল লক্ষাধিক টাকার মেশিন ও জিনিসপত্র।
দলুয়াখাকি গ্ৰামের লস্কর পাড়ায় ভোররাতের দিকে, আনুমানিক ৩ টে নাগাদ রহমাতুল্লাহ লস্করের পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। তাতে লক্ষাধিক টাকার সেলাই মেশিন ও তৈরি প্যান্ট সহ একাধিক জিনিস পত্র পুড়ে ছারখার হয়ে যায়। গ্রামবাসীরা কোনমতে আগুন আয়ত্তে নিয়ে আসেন। কীভাবে ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
এই গ্রামের বাসিন্দারা মূলত বিভিন্ন ধরনের প্যান্ট, মানিব্যাগ এই সব ধরনের সেলাইয়ের সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বহু বাড়িতে এই সেলাই করে তাঁদের সংসার চলে। তবে এবারের ঘটনার সঙ্গে রাজনৈতিক হিংসার যোগ নেই বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গিয়েছে পোশাক তৈরির কারখানাটি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doluakhaki Fire Incident: সেই দলুয়াখাকি'তে আবারও বিধ্বংসী আগুন! এবার পুড়ে ছারখার গোটা কারখানা