আরও পড়ুন: পারফিউমে বাঁচেন সায়ক! সুগন্ধির বিরল সংগ্রহ বাঙালি যুবকের
এই অভিনব সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। শিশুরা নাটকের মাধ্যমে শিশুশ্রম, বাল্য বিবাহ, একটি গাছ একটি প্রাণ, দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে নাটক পরিবেশন করে। সব মিলিয়ে এক অভিনব পুজোর আয়োজন খুদেদের। পুজো দেখতে আসা সমীর চন্দর কথায়, পুজোয় এমন ভাবনা সত্যি অভাবনীয়। একটা সময় ছিল নাটকের মাধ্যমে অনেক বার্তা পৌঁছে দেওয়া হত। বহুদিন পর আবার এরকম ব্যবস্থা দেখে সত্যি আমি আপ্লুত। এওমন পুজো যেন শিলিগুড়ির প্রতিটি জায়গাতেই হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সমাজসেবী রাকেশ দত্ত বলেন, এখনও সমাজের সবস্তরে সমান সচেতনতা গড়ে ওঠেনি। ফলে, অনভিপ্রেত কিছু ঘটনা ঘটছে। আমাদের সকলেরই উচিত নিজেরা আরও সচেতন হওয়া। অন্যকেও বেশি করে সচেতন করা।
অনির্বাণ রায়





