Bengali News: পারফিউমে বাঁচেন সায়ক! সুগন্ধির বিরল সংগ্রহ বাঙালি যুবকের

Last Updated:

তাঁর সংগ্রহে রয়েছে বিদেশি নানা ডিজাইনার হাউসের সুগন্ধি। প্রায় ৩০০ র কাছাকাছি এই ধরনের বেস্ট সেলার পারফিউম সংগ্রহ করেছেন

+
পারফিউম

পারফিউম

উত্তর ২৪ পরগনা: শখ তো অনেক রকমেরই হয়। কিন্তু অশোকনগরের এই যুবকের শখ রীতিমতো অবাক করছে সকলকে। অশোকনগর তিন নম্বর এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত যুবক সায়কদীপ্ত সাহার শখ দেশ-বিদেশের বিভিন্ন ধরনের সুগন্ধি অর্থাৎ পারফিউম সংগ্রহ করা। ইতিমধ্যেই তাঁর সংগ্রহে রয়েছে বিদেশি নানা ডিজাইনার হাউসের সুগন্ধি। প্রায় ৩০০ র কাছাকাছি এই ধরনের বেস্ট সেলার পারফিউম সংগ্রহ করেছেন তিনি।
এই যুবকের এমন শখ রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। তাঁর এই সুগন্ধির সম্ভার দেখতে এখন অনেকেই হাজির হন বাড়িতে। আর এই শখ‌ই যেন এখন নেশা হয়ে উঠেছে সায়কের। দেশীয় পারফিউম, ডিওড্রেন্ট তো আছেই, তাঁর সংরক্ষণে এখন আছে বিদেশি নানা দুষ্প্রাপ্য পারফিউম। যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। এমনও অনেক পারফিউম আছে যা ভারতে না পাওয়া গেলেও বিদেশ থেকে বিশেষভাবে অর্ডার করে নিয়ে আসেন সায়ক। আর এই পারফিউম নিয়েই অবসর সময়ে চলে গবেষণামূলক পড়াশোনা।
advertisement
advertisement
পারফিউম লাভার সায়কের সঙ্গে কথা বলে জানা গেল, পারফিউম সংরক্ষণের ক্ষেত্রে দুই ধরনের ভাগ রয়েছে। একটি ভাগ জেনারিক অর্থাৎ কমন রেঞ্জের পারফিউম, আর অপর ভাগটি ডিজাইনার হাউসের ফ্র্যাগনেন্স। যেমন তাঁর সংগ্রহে আছে ভার্সাসে, বুলগেরি, জর্জিও আরমানি। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণির যে সুগন্ধির সেগমেন্ট থাকে তাকে বলা হয় ‘নিস ফ্র্যাগনেন্স। যার মধ্যে ক্রিড-এর বিভিন্ন রেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। ক্রিড এভেন্ডার্স, ক্রিড মিলেসেমি এম্পেরিয়াল, ক্রিড গ্রিন আইজেস টুইস্ট সহ নানা ধরনের সুগন্ধীর ১০ এমএল-এর বোতল বহু মূল্য দিয়ে সংরক্ষণ করেছেন তিনি। যার মধ্যে ১১,৫০০ থেকে শুরু করে প্রায় ৪৫ হাজার টাকার পারফিউমের কালেকশন রয়েছে সায়কের কাছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০১৮ সালে সোশ্যাল মিডিয়া থেকে আগ্রহ তৈরি হয় এই পারফিউমের বিভিন্ন কালেকশন নিয়ে। সেই থেকেই যাত্রা শুরু। সুগন্ধির মূল্য বিচারে প্রথম পর্যায়ে পারিবারিক দিক থেকে তেমন কোনও সমস্যা না হলেও এই শখের নেশায় ক্রমশ বিদেশি সুগন্ধির সংরক্ষণে অত্যাধিক মূল্য ব্যয় করে পারফিউম কেনার কারণে পরিবারের তরফ থেকেও আসে বাধা। কিন্তু স্বামীর এই সুগন্ধি প্রেমকে যেন এখন নিজের করে নিয়েছেন স্ত্রী পারমিতাও। তাই স্বামীর এই শখকে গুরুত্ব দিতে এখন রীতিমতো সুগন্ধির সংরক্ষণে উৎসাহ দেন সায়ককে। এখন অনুষ্ঠান হোক বা বিশেষ কোনোদিন, উপহারের ক্ষেত্রে সুগন্ধি পারফিউমই যেন বেশি পছন্দ সায়কের। ফলে, দিনের অধিকাংশ সময় এখন সুগন্ধিতেই মেতে থাকেন সর্বক্ষণ।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পারফিউমে বাঁচেন সায়ক! সুগন্ধির বিরল সংগ্রহ বাঙালি যুবকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement