হাজার হোক, পড়াশোনার হাতে খড়ি থেকে শুরু করে স্কুল প্রেমের হাতে খড়ি হয় এই দিনেই। একদিকে পুজো আরেকদিকে ভালোবাসার দিন উদযাপন। কেমন রয়েছে জলপাইগুড়ি শহরের বাজার? আসুন জেনে নেওয়া যাক। প্রতিবারের মতো এবারও জমে উঠেছে সরস্বতী পুজোর বাজার। বাজারে চড়াদাম থাকলেও খামতি নেই ক্রেতাদের। এদিন শহরের দিনবাজারে দেখা গেল বাগদেবী বন্দনায় ব্রতচারীরা বাজার করছেন জমিয়ে।
advertisement
আরও পড়ুনঃ ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর পর কীভাবে চলছে রোজের সংসার? জানলে চোখে জল আসবে
বাজারের দু-সারি দিয়ে বসেছে পুজোর প্রয়োজনীয় জিনিসের পসরা। শেষ মুহুর্তের কেনাকাটা করতে ক্রেতাদেরও বেজায় ভীড় বাজারে। ফল, প্রতিমা, দশকর্মার পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে পালনে মাছ মাংসের দোকানেও ভিড় উপচে পড়ছে ক্রেতাদের।
কৃষ্ণনগরের ছোট প্রতিমা ১০০ টাকা থেকে শুরু মাঝারি ২৫০ টাকা থেকে শুরু, সবচেয়ে বড় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। গাঁদা ফুলের মালা ৩০ থেকে ৪০ টাকা, আপেল কুল ৬০ টাকা কেজি দর, শসা ৬০ টাকা কেজি, কমলা লেবু ৬ টা ৫০ টাকা, আপেল ৮০ টাকা কিলো পেয়ারা ৬০ টাকা কিলো, আঙ্গুর ১২০ টাকা কিলো। কিনতে গিয়ে হাতে ছ্যাকা বাজেট সামলেই এগোচ্ছেন ক্রেতারা।
নিউটাউন পাড়ার বাসিন্দা সুস্মিতা সেন বলেন, ‘বাজারে বেশি দাম থাকলেও সাধ্যের মধ্যে বাজার করছি। প্রতিবারই সরস্বতী পুজো করে থাকি এ বারও মায়ের নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পুজো হবে।’ বাজারে জিনিসের দাম ঊর্ধ্বমুখী থাকলেও ক্রেতারা পুজোর জিনিস কিনতে একেবারেই কার্পণ্য করছেন না।
সুরজিৎ দে