অভিযোগ, ৩দিন আগে প্রায় আড়াইশো টোটো চালক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এরপর থেকেই তারা তৃণমূল নেতাদের চক্ষুশূল হয়ে ওঠেন। বিজেপি সমর্থিত টোটো চালকদের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ডাউকিমারী বাসস্ট্যান্ডে তাদের টোটো লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি যাত্রী তুলতেও বাধা দেওয়া হচ্ছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা।
advertisement
রবিবার সকালে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, সেই টোটো চালকরা বাসস্ট্যান্ডে টোটো লাগাতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে ধূপগুড়ি থেকে নাথুয়াগামি রাজ্য সড়কের উপর শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থিত টোটো চালকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। পরে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক এবং মণ্ডল সভাপতি পাপাই বসাক। তাঁদের উপস্থিতির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র বচসা শুরু হয়।ধূপগুড়ি পুলিশ এর তৎপরতায় পথ অবরোধ তুলে নে অবরোধকারীরা।
