এই এলাকায় কোনও বাঁধ নেই বলে অভিযোগ এলাকাবাসীদের। সংকোষ নদীতে বাঁধের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। অসম-বাংলা সীমানা লাগোয়া আলিপুরদুয়ার জেলার শেষ প্রান্তে সংকোষ নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জমি, বাড়ি হারানোর ভয়ে আতঙ্কিত। এখানকার বাসিন্দারা জানান, সঙ্কোষ নদী বর্তমানে রুদ্ররূপ ধারণ করেছে। বাঁধ নির্মাণ না হলে সম্পূর্ণ গ্ৰাম নদীগর্ভে চলে যেতে পারে। বাসিন্দারা আতঙ্কে রাতে না ঘুমিয়ে দিন কাটাচ্ছেন।
advertisement
তাঁরা জানান, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে বৃষ্টি হলেই কিছুক্ষণ পর পর টর্চ জ্বালিয়ে নদী তীরে এসে দেখে যান, জল কতটা বাড়ল। বাঁধের দাবিতে তাঁরা বহুবার সরব হয়েছেন। বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। কিন্ত কেউ তাঁদের কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ।
এদিকে জানা গিয়েছে নদীর জল তারজালির বাঁধ সরিয়ে নিয়ে গিয়েছে। প্রতিদিন ভেঙে পড়ছে এলাকার জমি। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানেন না কেউ। নদীতে বন্ধ রয়েছে নৌকা চলাচল। নদীর জল যে পরিমাণে বেড়েছে নৌকা চালাতে ভয় পাচ্ছেন চালকরা। নেপালি বস্তি ও উত্তর হলদিবাড়ির মধ্যে সেতু না থাকায় কারণে নৌকা চলাচলই যোগাযোগের মাধ্যম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই দুই স্থানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।