মালদহের কালিয়াচক দুই ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির ভেন্ডিং মেশিন প্রদান করা হয়। পঞ্চায়েতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “এই এলাকার পঞ্চায়েতের এমন উদ্যোগ দেখে খুব ভাল লাগছে। আগামী দিনে প্রত্যেক এলাকায় এমন উদ্যোগ হলে খুব ভাল হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার আলিনগর গ্রাম পঞ্চায়েতের এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের। আধুনিক যুগে প্রযুক্তি বদলালেও বদলাইনি গ্রাম বাংলার কুসংস্কারগত রীতি-নীতি। তাই গ্রাম বাংলার মহিলাদের সচেতন করতে এমন উদ্যোগ মালদহের এই গ্রাম পঞ্চায়েতের।
জিএম মোমিন