Ramkeli Temple: ভক্তদের জন্য বিশাল বন্দোবস্ত, আড়াই কোটি টাকা খরচ করছে সরকার! এবার রামকেলি ধামে মিলবে অত্যাধুনিক সব সুবিধা

Last Updated:

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী মালদহের রামকেলি ধামে চলছে সংস্কারের কাজ

+
রামকেলি

রামকেলি মন্দিরের প্রবেশদ্বার

মালদা: রামকেলি মেলার আগে জোর কদমে প্রস্তুতি মালদহ জেলা প্রশাসনের। বহু চর্চিত মালদহের প্রাচীন রামকেলি মেলায় প্রতিবছর প্রায় কয়েক লক্ষ ভক্তদের সমাগম হয়। মালদহের ইংরেজবাজার ব্লকের রামকেলি ধামে এই বছর আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে মালদহের প্রসিদ্ধ রামকেলি মেলা। তার আগে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করা হচ্ছে ঐতিহ্যবাহী মদন মোহন জিউ মন্দির। আধুনিক রূপে সাজিয়ে তোলা হচ্ছে রাধা কুন্ডু শ্যাম কুন্ডু ঘাট। পাশাপাশি একসঙ্গে বহু ভক্তদের স্নান যোগ্য করে তোলার জন্য বাড়ানো হচ্ছে পুকুরের আয়তন। চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে ঘাট চত্বর। সাজান হচ্ছে রামকেলি ধামের প্রবেশ দ্বার।
প্রাচীন এই মেলায় প্রতিবছর ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। তার আগে জেলা প্রশাসনের তরফে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির চত্বর। প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে করা হচ্ছে ঐতিহ্যবাহী মদন মোহন জিউ মন্দিরের সংস্কারের কাজ। নতুন ভাবে নির্মিত হচ্ছে স্নান ঘাট। ভক্তদের সুবিধার্থে তাদের থাকার জন্য তৈরি করা হচ্ছে একাধিক ভবন ও শৌচালয়ের ঘর।
advertisement
advertisement
মন্দিরের সেবায়ীত মদন মোহন পানিগ্রাহী জানান, “এই মেলায় বিশ্বব্যাপী ভক্তরা অংশগ্রহণ করে। প্রাচীন এই মন্দিরকে সংস্কার করা হচ্ছে। মন্দির সম্মুখে যাত্রী নিবাস তৈরি করা হচ্ছে। আধুনিক রূপে পাথরের নকশা দিয়ে সাজান হচ্ছে মূল গেট। রাধা কুণ্ডু শ্যাম কুন্ডু ঘাট পুনর নির্মাণ করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী বছরের আগেই সমস্ত কাজ সম্পন্ন হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এলাকা গৌড়। এই গৌড়ে রয়েছে বাংলার একাধিক ইতিহাস। বৃন্দাবন যাওয়ার পথে এই গৌড়ের রামকেলিতে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য প্রভু। শ্রী চৈতন্য প্রভুর পায়ের ছাপ আজও রয়েছে সেখানে। তাই প্রতিবছর প্রভুকে স্মরণ করে সেখানে হয়ে আসছে জেলার প্রসিদ্ধ রামকেলি মেলা ও পুজো।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ramkeli Temple: ভক্তদের জন্য বিশাল বন্দোবস্ত, আড়াই কোটি টাকা খরচ করছে সরকার! এবার রামকেলি ধামে মিলবে অত্যাধুনিক সব সুবিধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement