TRENDING:

Offbeat Summer Destination: গরম থেকে এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসুন মেঘ পিয়নের এই গ্রাম থেকে

Last Updated:

Offbeat Summer Destination: প্রকৃতির নিবিড় টানে একাত্ম হতে এবার গন্তব্য হতেই পারে পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার : তিস্তা নদীর তীরে সিকিমের পাহাড়ের কিনারায় লুকানো ছোট্ট মায়াবী গ্ৰাম সাংসের। রোজকার জীবনের টানাপোড়েন আর সমস্ত দুশ্চিন্তা ভুলে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে আসতেই হবে কালিম্পংয়ের ছোট্ট অজানা, অচেনা জনপদ সাংসের-এ। ব্যস্ত দুনিয়া থেকে নিজেকে আড়াল করে প্রকৃতির নিবিড় টানে একাত্ম হতে এবার গন্তব্য হতেই পারে পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের।
পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের
পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের
advertisement

ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত ডেলো পাহাড়ে ঘেরা সাংসের যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি।একদিকে সুন্দরী তিস্তার আনমনে বয়ে যাওয়া আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য যেন মোহিত করে তোলে ভ্রমণপিপাসুদের । সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির স্বাদ উপভোগ করা যায় তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে।

প্রিয় মানুষের  হাতে হাত রেখে সবুজ পাহাড় ঘেরা খোলা আকাশের নীচে মেঘেদের আনাগোনা ভাসিয়ে নিয়ে যাবে দূর অজানায়, অজান্তেই কেটে যেতে পারে কয়েকটা বেলা। কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে, রংপো যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাহাড়ি সাংসের।

advertisement

আরও পড়ুন : গরমে শরীরচর্চা বিঘ্নিত? এই প্রাতরাশ খেয়ে রোগা থাকুন

পাখিপ্রেমীদের কাছে সাংসের যেন স্বর্গ। ন্যাওড়াভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্গত হওয়াও সাংসেরে বিভিন্ন পাখি ও রঙ বেরঙের প্রজাপতি দেখার আশা মিটবে।স্থানীয়দের আতিথেয়তা খুব অল্প সময়েই আপন করে নেবে আপনাকে।সাংসেরে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোম স্টে। হোমস্টে-এর সুস্বাদু খাবার আর সকাল সকাল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কটেজের ব্যালকনি থেকেই দেখতে পাবেন অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে।

advertisement

আরও পড়ুন : রুটির নাম ‘রুমালি’ হল কেন? মুঘল ভোজসভায় এর ব্যবহার কী ছিল?

এভাবেই পাহাড়ের কোলে প্রকৃতি ও নিজের সঙ্গে কথোপকথনে কেটে যাবে গোটা দিন । এখানে প্রকৃতি তার সব উজাড় করে অভ্যর্থনা করবে আপনাকে। দুদিনের ছুটিতে কাছে-পিঠে জীবনের সমস্ত ক্লান্তি দূর করার এক আদর্শ ডেস্টিনেশন হতে পারে এই অফবিট গন্তব্য ।

advertisement

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে খান পান্তাভাত, এর উপকারের শেষ নেই

 কোথায় ঘুরবেন? সাংসের থেকে ছাঙ্গে জলপ্রপাত, হানুমান মন্দির , ডেলো পার্ক, ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায় সাংসের থেকে। যে সমস্ত ভ্রমণপ্রেমীরা দৌড়ঝাঁপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান, তাদের জন্য সেরা ঠিকানা হবে সাংসের।

advertisement

কী করে যাবেন?  বাগডোগরা এয়ারপোর্ট বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে শেয়ার গাড়ি করে কালিম্পং পৌছবেন। এর সেখান থেকে সাংসের । নিউ জলপাইগুড়ি থেকে সাংসের এর দূরত্ব ৮৫ কিমি। গাড়িতে সময় লাগে ঘন্টা তিনেক।

 কখন যাবেন? প্রকৃতির অপার সৌন্দর্যে সারা বছর বিভিন্ন রুপে সেজে থাকে সাংসের। প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে মার্চ- জুন এবং সেপ্টেম্বর- নভেম্বর আদর্শ সময় । তবে পাহাড়ের ধষের জন্য বর্ষাকাল ছেড়ে গরমেই এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসতেই পারেন মেঘ পিয়নের দেশ সাংসের থেকে।

কোথায় থাকবেন সাংসেরে রয়েছে কিছু হোমস্টে। অনলাইনে বা অফলাইনে বুকিং করেই ‌যাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রতিবেদক দীপেন্দ্র লাহিড়ি)

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Summer Destination: গরম থেকে এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসুন মেঘ পিয়নের এই গ্রাম থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল