পান্তাভাতের ফলে পরিপাক ক্রিয়াও উন্নত হয় ৷ তীব্র গরমে শরীরের জন্য পান্তা উপাদেয় এবং উপকারী, দুই-ই ৷ গরমে ডায়রিয়া ও হিটস্ট্রোক প্রতিরোধে গ্রীষ্মপ্রধান অঞ্চলের বাসিন্দাদের ডায়েটে পান্তাভাতের উপস্থিতি প্রয়োজনীয় ৷ গরমকে প্রতিহত করতে ইদানীং পুরুলিয়ার এক ধাবায় ক্রেতাদের পরিবেশন করা হচ্ছে পান্তাভাতের থালি৷ সঙ্গে আলুচোখা-সহ নানা রকমারি খাবার৷