Summer Beakfast: গরমে শরীরচর্চা বিঘ্নিত? এই প্রাতরাশ খেয়ে রোগা থাকুন

Last Updated:

Summer Beakfast: গরমে প্রাতরাশে খান খই, চিঁড়ের সঙ্গে দুধ বা টক দই দিয়ে মাখা ফলার৷ সঙ্গে দিন পছন্দ মতো ফল৷

 চিঁড়ের সঙ্গে দুধ বা টক দই দিয়ে মাখা ফলার৷ সঙ্গে দিন পছন্দ মতো ফল
চিঁড়ের সঙ্গে দুধ বা টক দই দিয়ে মাখা ফলার৷ সঙ্গে দিন পছন্দ মতো ফল
পরিপাকের দিক দিয়ে চিঁড়ে খুবই সহজপাচ্য৷ যে কোনও ঋতুতেই প্রাতরাশ খুব গুরুত্বপূর্ণ৷ গরমে প্রাতরাশে খান খই, চিঁড়ের সঙ্গে দুধ বা টক দই দিয়ে মাখা ফলার৷ সঙ্গে দিন পছন্দ মতো ফল৷
গরমে কেন ফলার দিয়ে প্রাতরাশ করবেন-
# এই সহজপাচ্য খাবারে শরীর সুশীতল থাকে৷ হজম করাও সোজা৷ তাই তীব্র গরমে দিন শুরু হোক ঠান্ডা ফলারেই৷
advertisement
# এই খাবার খেলে একইসঙ্গে খই, চিঁড়ে, দুধ বা দইয়ের সঙ্গে ফলের গুণাগুণও শরীরে প্রবেশ করে৷ চিঁড়ে প্রোবায়োটিক খাবার৷ দীর্ঘ ক্ষণ রোদে শুকিয়ে তৈরি করা এই খাবারে ডাইজেস্টেড কার্ব এবং প্রোটিনের মাত্রা বেশি৷ শরীরের সার্বিক অবস্থার জন্য এই উপাদানগুলি খুবই প্রয়োজনীয়৷
advertisement
আরও পড়ুন : কেন বাজারে পাতিলেবুর দাম আকাশছোঁয়া? সঠিক কারণগুলো জেনে নিন!
# চিঁড়েতে আছে শতকরা ৭৬.৯ ভাগ কার্বোহাইড্রেটস৷ পাশাপাশি আছে শতকরা ২৩ ভাগ স্নেহজাতী পদার্থ৷ স্বাস্থ্যকর কার্বস থাকার ফলে প্রাতরাশ হিসেবে পোহা আদর্শ৷ সকালে পোহা খেলে দিনভর শারীরবৃত্তীয় ক্রিয়া সঠিক পথে চলে৷
# চিঁড়ে খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কার্যত হয়ই না৷ তাছাড়া চিঁড়ে খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে৷ ফলে বার বার খিদে পাওয়া, যাকে চলতি কথায় বলে ‘চোখের খিদে’, দেখা দেয় না সেই সমস্যাও৷
advertisement
আরও পড়ুন : কন্ডোমের জন্য শারীরিক সম্পর্ক সঙ্গিনীর কাছে ভয়ের ও যন্ত্রণাদায়ী হয়ে উঠেছে?
# চিঁড়েতে আয়রনের অংশ আছে বলে অন্তঃসত্ত্বা এবং সদ্য প্রসূতিদের ডায়েটে রাখতে বলা হয়৷ চিঁড়েতে লেবুর রস দিয়ে খেলে, শরীর বেশি পরিমাণে আয়রন শোষণ করে৷
# চিঁড়েতে ক্যালরির পরিমাণও কম৷ এক পাত্র চিঁড়ের যে কোনও থাকে ২৫০ ক্যালরি৷ সেইসঙ্গে আছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট৷  তাই শরীরের একাধিক সমস্যাকে রুখে দিতে ভরসা রাখুন বাঙালির আদি অকৃত্রিম চিঁড়ের উপর৷
advertisement
আরও পড়ুন : এক গাল মুড়িই পারে গরমে আপনাকে সুস্থ রাখতে
# অন্যদিকে খইয়ে প্রচুর ফাইবার থাকায় তা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে৷ তাছাড়া খইয়ে ক্যালরি থাকে না বলে মধুমেহ ও হৃদরোগে খই উপকারী৷
# দই, চিঁড়ের সঙ্গে খই মিশিয়ে খেলে শরীরে জলশূন্যতার সমস্যা হয় না৷ গরমেও হাইড্রেটেড থাকে৷ তাছাড়া এই খাবার ডায়েটিং-এও সাহায্য করে৷ তবে ওজন কমিয়ে রোগা হতে চাইলে ফলারে চিনি মেশানো যাবে না৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Beakfast: গরমে শরীরচর্চা বিঘ্নিত? এই প্রাতরাশ খেয়ে রোগা থাকুন
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement