প্রতিটি দফতরের মাথায় সোলার প্যানেল বসানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে বিদ্যুৎ বিল সাশ্রয় ও নিজস্ব তহবিল বাড়াতে বালুরঘাট ব্লক অফিসে লাগানো হল রুফটফ সোলার প্যানেল। জেলার আটটি ব্লক অফিসের মধ্যে সবার প্রথম বালুরঘাট ব্লক অফিসে বসল সোলার প্যানেল। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যায়ে এই সোলার প্যানেল লাগানো হয়েছে৷ অফ গ্রিড ও অন গ্রিড দুই রকমের ব্যবস্থাই রয়েছে৷
advertisement
আরও পড়ুন: ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন, পথেই সব শেষ!
ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির ফ্যান, লাইট, এসি চলছে সৌরবিদ্যুতে।প্রসঙ্গত, সাধারণ বিদ্যুতেই চলত বালুরঘাট ব্লক অফিসের পাখা, আলো সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম। বালুরঘাটে ব্লক ও পঞ্চায়েত সমিতির দুটি আলাদা আলাদা বৈদ্যুতিক কানেকশন আছে। দুটি মিলিয়ে তিন মাস অন্তর গড়ে বিদ্যুৎ বিল আসে প্রায় ২ লক্ষ টাকা। অর্থাৎ এক মাসে ৬০ হাজার টাকার বেশি। গরমে পাখা, এসি চলার জন্য বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যায়। দিন দিন বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিল ঊর্ধ্বমুখী। যা মেটাতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিকে।
এই বিষয়ে বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ বলেন, এই সোলার প্যানেল বসানোর জন্য পঞ্চম অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে৷ ১৫ কিলোওয়াটের অফ গ্রিড সোলার প্যানেল বসেছে। এর ফলে বিদ্যুৎ বিল কমবে।
সুস্মিতা গোস্বামী