বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরেই স্কুলের শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেয়।এই বিষয়ে কুশমন্ডি ব্লকের স্কুল অবর বিদ্যালয় পরিদর্শক সাহিম রেজা বলেছেন,”বিষয়ে খুব দুঃখজনক। ঘটনা পরিকাঠামো বিষয়ে ঊর্ধ্বেতম কতৃপক্ষের জানানো হবে।”
আরও পড়ুনঃ Civic Volunteer: এবার সিভিক ভলান্টিয়ার যে ‘কান্ড’ ঘটালেন, জানলে অবাক হবেন, এমনও হতে পারে…
advertisement
১৯৫৬ সালে বরোইল প্রাথমিক বিদ্যালয় স্থাপতিত হয়। এরপর বহু বছর কেটে গেলেও বিদ্যালয় পরিকাঠামো আজও ঠিক না করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পাশাপাশি বর্ষাকাল আসলেই স্কুলে পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়ইল প্রাথমিক বিদ্যালয় বেহাল অবস্থায় রয়েছে। পরিকাঠামো ঠিক নেই। তাই বিদ্যালয়ের ছাদ ধসে ভেঙ্গে গেছে। তাদের দাবি পরিকাঠামো ঠিক করা হক।
সুস্মিতা গোস্বামী