Civic Volunteer: এবার সিভিক ভলান্টিয়ার যে 'কান্ড' ঘটালেন, জানলে অবাক হবেন, এমনও হতে পারে...

Last Updated:

Purulia News: সারাটা বছরই মানুষের পরিষেবায় নিয়োজিত থাকেন সিভিক ভলেন্টিয়াররা। উৎসবের দিনে সবাই যখন আনন্দে মেতে ওঠেন তখন তারা কোথাও থাকেন যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত, আবার কোথাও জরুরি পরিষেবা দিতে।

News18
News18
পুরুলিয়া: সারাটা বছরই মানুষের পরিষেবায় নিয়োজিত থাকেন সিভিক ভলেন্টিয়াররা। উৎসবের দিনে সবাই যখন আনন্দে মেতে ওঠেন তখন তারা কোথাও থাকেন যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত, আবার কোথাও জরুরি পরিষেবা দিতে। ‌এমনই এক সিভিক ভলেন্টিয়ার এর মানবিক রুপ দেখে মুগ্ধ জঙ্গলমহলবাসী।
শুক্রবার দুপুরে মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া অঞ্চলের রাজাবাগান গ্রামের এক মহিলা মাঠে কাজ করছিলেন।‌ সেই সময় তার পায়ে আচমকা সাপে কাটে। হইচই পড়ে যায় সর্বত্র। ঠিক ওই সময় রাস্তা দিয়েই পার হচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল। তিনি জানতে পারেন অ্যাম্বুলেন্স আসতে বেশ খানিকটা দেরি রয়েছে। কিন্তু মহিলার অবস্থা অবনতি হচ্ছে। ‌ তা দেখে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তিনি নিজের ওই মহিলাকে বাইকে চাপিয়ে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
advertisement
বৃষ্টির মাঝে গ্রামের ভাঙাচোরা রাস্তাতেও থেমে যাননি তিনি। সমস্ত দুর্যোগ উপেক্ষা করে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান তিনি। সেখানেই চিকিৎসা করিয়ে সুস্থ হন ওই মহিলা। এ বিষয়ে অপু কোটাল বলেন,”তিনি পরিস্থিতি অবনতি হতে দেখে কোনও কিছুর পরোয়া না করে ওই মহিলাকে বাইকে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমনভাবে তিনি আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবেন”।‌
advertisement
advertisement
সাপে কামড়ানো আহত মহিলার জীবন রক্ষা করার জন্য রবিবার মানবাজার থানা থেকে সিভিক ভলেন্টিয়ার অপু কোটালকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।মানবাজার থানার ওসি সিভিক ভলেন্টিয়ার অপু কোটালের হাতে পুরস্কার তুলে দেন। এই পুরস্কার পেয়ে খুশি অপু কোটাল। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহলবাসী।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: এবার সিভিক ভলান্টিয়ার যে 'কান্ড' ঘটালেন, জানলে অবাক হবেন, এমনও হতে পারে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement