TRENDING:

মুখ পুড়ল বাংলার! তেলেঙ্গানা থেকে গ্রেফতার রাজ্যের পরিযায়ী শ্রমিক, গ্রামের বাড়ি থেকে উদ্ধার কয়েকশো গ্রাম সোনা

Last Updated:

ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৭ হাজার ৫০০ টাকা ও ৫০০ গ্রাম সোনা উদ্ধার করেছে তেলেঙ্গানা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে তেলেঙ্গানায় এক সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেফতার হলেন বাংলার এক যুবক। তপন থানার ভাইওর গ্রাম থেকে মালেক মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। জানা গিয়েছে, হায়দরাবাদ সুরিয়াপেট থানা এলাকায় গত ২০ জুলাই একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন স্থানীয়রা থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
তেলেঙ্গানায় সোনার দোকানে চুরির অভিযোগে গ্রেফতার বাংলার পরিযায়ী শ্রমিক
তেলেঙ্গানায় সোনার দোকানে চুরির অভিযোগে গ্রেফতার বাংলার পরিযায়ী শ্রমিক
advertisement

এরপর শুরু হয় তদন্ত। সোনার দোকানে চুরির ঘটনায় জড়িত সাত জনকে চিহ্নিত করে তেলেঙ্গানা পুলিশ। যার মধ্যে আগেই একজন ধরা পড়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তপনে এসে পৌঁছায় তেলেঙ্গানা পুলিশের ছয় জনের বিশেষ টিম। চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার হন মালেক মোল্লা। তাঁর কাছ থেকে মোট ৫০০ গ্রাম সোনার গহনা উদ্ধার হয়েছে। তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার হওয়া ওই যুবককে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে তদন্ত করবে, এমনটাই পুলিশ সূত্রের খবর।

advertisement

আরও পড়ুনঃ এমআরপি-র থেকে চড়া দামে সার বিক্রি করলেই সাসপেন্ড! ব্যবসায় অনিয়ম রুখতে বড়সড় হুঁশিয়ারি ‘এই’ জেলায়

এ বিষয়ে ইন্সপেক্টর সুরিয়াপেটা বলেন, “একটা সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। সেখানে মালেক মোল্লা নামে এই ব্যক্তি জড়িত। আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে টাকা ও সোনা উদ্ধার হয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ধৃত মালেক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৭ হাজার ৫০০ টাকা ও ৫০০ গ্রাম সোনা উদ্ধার করেছে তেলেঙ্গানা পুলিশ। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। ধৃতকে সাত দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। ভিন রাজ্যের পুলিশের একটা বড় টিম মালেককে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাঁরাও আজ আদালতে উপস্থিত ছিলেন।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনার দোকানে লুঠের ঘটনায় পশ্চিমবঙ্গের আরও কয়েকজন যুক্ত রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কোন কিছু বলতে চাননি তেলেঙ্গানা পুলিশ। আজ সন্ধ্যায় সুরিয়াপেটের উদ্দেশ্যে তেলেঙ্গানা পুলিশ রওনা দেবে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মুখ পুড়ল বাংলার! তেলেঙ্গানা থেকে গ্রেফতার রাজ্যের পরিযায়ী শ্রমিক, গ্রামের বাড়ি থেকে উদ্ধার কয়েকশো গ্রাম সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল