এমআরপি-র থেকে চড়া দামে সার বিক্রি করলেই সাসপেন্ড! ব্যবসায় অনিয়ম রুখতে বড়সড় হুঁশিয়ারি 'এই' জেলায়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
এমআরপি-র থেকে বেশি দামে সার বিক্রি হলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স এক বছরের জন্য সাসপেন্ড করা হবে।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ সারের কালোবাজারি ও অনিয়ম বন্ধে এবার কড়া অবস্থান নিল দক্ষিণ দিনাজপুরের জেলা কৃষি দফতর। সারের চাহিদা ঘিরে কৃত্রিম সংকট তৈরি করে যদি কেউ অতিরিক্ত দাম দাবি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি এমন হুঁশিয়ারি দিল জেলা কৃষি দফতর। দফতরের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, এমআরপি-র থেকে বেশি দামে সার বিক্রি হলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স এক বছরের জন্য সাসপেন্ড করা হবে। সারের কালোবাজারি বা অনিয়মের অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট ডিলার বা দোকানদারের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে। এদিন জেলা পরিষদের প্রশাসনিক বৈঠকে এমনই বার্তা দিয়েছে কৃষি দফতর।
আরও পড়ুনঃ নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার যুবকের দেহ! চাঞ্চল্য গঙ্গারামপুরে
জেলা কৃষি দফতরের মুখ্য কৃষি অধিকর্তা অমিত চট্টোপাধ্যায় বলেন, “এদিনের বৈঠকে সার ব্যবসায়ীদের নানা দাবিদাওয়া শোনা হয়েছে। সেগুলোকে মেটানোর চেষ্টা করা হচ্ছে। মালদহ থেকে সার আনতে বাড়তি খরচ হয়। রামপুর চেক পয়েন্টের মাধ্যমে সার আনা যাবে কি না, জেলা প্রশাসন বিষয়টি দেখছে। তবে, ইতিমধ্যে নানা অনিময়ের অভিযোগে বেশ কয়েকজন ডিলার ও দোকানদারকে সাসপেন্ড করা হয়েছে।”
advertisement
আরও পড়ুনঃ পোল্ট্রি ফার্ম থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, রোগভোগ! সমাধানের দাবিতে যা করলেন কুশমন্ডির লোকজন… ছুটে এল পুলিশ
কৃষি দফতর সূত্রে খবর, সার ব্যবসায়ীদেরও কিছু সমস্যার কথা বৈঠকে উঠে এসেছে। বিশেষত মালদা থেকে সার আনতে প্রতি কেজিতে অতিরিক্ত খরচ হচ্ছে। এই কারণে ব্যবসায়ীরা রামপুর রেল পয়েন্টে সার আনার দাবি তুলেছেন। বিষয়টি জেলাপ্রশাসন বিবেচনা করছে বলেই কৃষি দফতর জানিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি সার বিক্রিতে ই-পস মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ইচ্ছে মতো দামের ট্যাগ বসানো যাবে না। দোকানের সামনে বোর্ড লাগিয়ে সারের দাম জানিয়ে দিতে হবে। নির্ধারিত দামের বেশি নেওয়া যাবে না।
সার বিক্রির উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিটি ব্লকে কৃষি আধিকারিকদের দোকান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে, সরকারি তত্ত্বাবধানে দোকানে দাঁড়িয়ে সঠিক দামে সার বিক্রি করানোর কথাও জানানো হয়েছে দফতরের তরফে। একই সঙ্গে জেলা প্রশাসন ও কৃষি দফতরের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের উপর নজর রাখা হবে প্রতিদিন। কোনও দোকানে গরমিল ধরা পড়লে প্রশাসন সরাসরি ব্যবস্থা নেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 7:49 PM IST