South Dinajpur News: নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার যুবকের দেহ! চাঞ্চল্য গঙ্গারামপুরে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: ফরেস্ট থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত ওই যুবকের নাম অমিত সরকার(৩৩)। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ফরেস্ট থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চম্পাতলী এলাকার। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম অমিত সরকার (৩৩), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকায়।
advertisement
advertisement
কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন দুপুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যে গড়াতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করে। এরপর শুক্রবার গঙ্গারামপুরের চাম্পাতলী এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি সে আত্মহত্যা করতে পারে না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে।
advertisement
ইতিমধ্যেই মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই ঘটনার জন্য মৃতের পরিবারের তরফে অভিযুক্তর তালিকায় কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 8:44 PM IST