পোল্ট্রি ফার্ম থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, রোগভোগ! সমাধানের দাবিতে যা করলেন কুশমন্ডির লোকজন... ছুটে এল পুলিশ

Last Updated:

পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধ, দূষণে নাজেহাল হয়ে পথ অবরোধ। ফতেপুর-উষাহরণ রাজ্য সড়কের উপর প্রায় দুই ঘণ্টা ধরে চলল এই অবরোধ।

পোল্ট্রি ফার্ম
পোল্ট্রি ফার্ম
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের রাজাপুর এলাকায় পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে বৃহস্পতিবার চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে পথে নামলেন তাঁরা। অবরোধের ডাক দিয়েছেন এলাকার লোকজন।
ফতেপুর-উষাহরণ রাজ্য সড়কের উপর প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক আধিকারিকেরা।
আরও পড়ুনঃ অঙ্ক না পারায় লাঠিপেটা, পাল্টা শিক্ষককে জুতোপেটা, রণক্ষেত্র স্কুল! কেন ঘটল এমন ঘটনা?
বিক্ষোভকারীদের একজন আলপনা সরকার জানান, “পোল্ট্রি ফার্ম থেকে রোজ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, সকলেই শ্বাসকষ্ট ও নানা অসুস্থতায় ভুগছেন। অবিলম্বে এটি বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হবে।” আর এক বিক্ষোভকারী দিবেস সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার ব্লক প্রশাসন ও থানায় জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি। এবার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ এক হাত সমান এক একটা রোল! দাম মাত্র ৪০ টাকা! কোথায় পাবেন জানুন?
অবশেষে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এবং ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও স্থানীয়দের হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আবারও তাঁরা পথে নামবেন। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পোল্ট্রি ফার্ম থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, রোগভোগ! সমাধানের দাবিতে যা করলেন কুশমন্ডির লোকজন... ছুটে এল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement