Fast Food: এক হাত সমান এক একটা রোল! দাম মাত্র ৪০ টাকা! কোথায় পাবেন জানুন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Fast Food: স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম এগরোল তবে সেটা যদি হয় বাঁশের মতন সাইজ তাহলে আর চিন্তা কি! মাত্র ৪০ টাকা মূল্যের এগরোল বিক্রি হচ্ছে দেদার।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: রোজ একঘেয়ে চপ সিঙ্গারা কাকলেট খেতে কার ভাল লাগে! আবার অনেকেই রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেয়ে থাকলেও মন ভরে না কোনটিতেই। তবে, স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম এগরোল, মটন রোল বা চিকেন রোল দিয়েই সহজেই সকলের মন ভোলানো সম্ভব। তবে সেটা যদি হয় বাঁশের মতন সাইজ তাহলে আর চিন্তা কি! রাস্তার অলি গলির স্টল, রেস্তোরাঁতে রোল পাওয়া গেলেও আজকে দেখুন একহাত সমান রোলের চিত্র। দামও রয়েছে সকলের সাধ্যের মধ্যে। খেতে হলে আসতে হবে কোথায় জানেন! ইতিমধ্যেই বাঙালিয়ানা এই বিগ সাইজ রোলের স্বাদ নিতে শহরের বুকে এই দোকানে ব্যাপক ভিড় জমাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। এক হাত সমান রোল তৈরি করে বেশ নজির গড়েছেন বিরিয়ানি কর্নারের থাপা বাবু।
আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে প্রস্টেট ক্যানসার! ‘সাধারণ’ লাগলেও এই ৬ লক্ষণ আসলে ‘মরণকূপ’! সাবধান না হলেই….
নিত্যদিনের সিঙ্গারা কাকলেট ঘুগনি বাদ দিয়ে সপ্তাহে দু একদিন একটু অন্য ধরনের খাবার খেতে কে না পছন্দ করে! আর তা যদি এক হাত সমান বড় সাইজের তাহলে তো কোনও কথাই নেই। স্বল্প মূল্যে বাঁশের মতন এক হাত সমান এগরোল মিলছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পুলিশলাইন এলাকাতে। বিগত প্রায় ২০ বছর যাবৎ এই ছোট্ট দোকানটিতে বিগ সাইজ রোলের পাশাপাশি রকমারি ফাস্টফুড বিক্রি হচ্ছে। তবে দাম কত জানেন কি? মাত্র ৪০ টাকা মূল্যের এগরোল এবং ৬০ টাকা মূল্যের চিকেন রোল বিক্রি হয়ে যায় দেদার।
advertisement
advertisement
যদিও ক্রেতাদের কথায় একা কেউ এই রোল খেতে পারবেন না। সহজে এই রোল খেতে লাগবে দুই থেকে তিনজন। যদি দুই থেকে তিনজন এই রোল খায় তবে তাদেরও পেট ভরে যাবে। অনায়াসে ৪০ টাকার দামে এই রোল বিক্রি করে থাকেন থাপাবাবু। বিগত ২০ বছর ধরে বালুরঘাট শহরের পুলিশ লাইন গেটের উল্টোদিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাঁশের মতন সাইজের এক হাত সমান রোল তৈরি করে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় এই দোকান থেকে। নিমিষেই যেন শেষ হয়ে যায় থাপা বাবুর হাতে তৈরি বিগ সাইজ রোল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 4:29 PM IST