আরও পড়ুন: মৎসজীবীর জালে বিরল প্রজাতির দুটি কচ্ছপ
ধাবায় বিশাল আগুন লাগার কারণ সেখানে বেআইনিভাবে প্রচুর ডিজেল ও পেট্রোল মজুত রয়েছে। জানা গিয়েছে পুরাতন মালদহের কালুয়াদিঘি এলাকায় জাতীয় সড়কের ধারে ধাবার আড়ালে চলছিল বেআইনি পেট্রোল ও ডিজেল বিক্রির কারবার। সেই ধাবাতেই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় রাজবংশী বলেন, আমরা পাশেই বসে ছিলাম। হঠাৎ আগুন দেখতে পাই। ওই ধাবায় বেআইনিভাবে পেট্রোল-ডিজেল মজুত ছিল। বিষয়টা পুলিশের তদন্ত করে দেখা উচিত।
advertisement
এদিন দুপুরে ধাবার রান্নাঘর থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলিতে। আর তাতেই ব্যাপক হইচই পড়ে যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। মালদহ থানার পুলিশ ও প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে আসেন।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ধাবার মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ। কালুয়াদিঘি চেঁচুমোড় এলাকার ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, পুরনো মালদহ কোর্ট স্টেশন এলাকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো। আর সেখান থেকে বিভিন্ন লরি যাতায়াতের সময় এই ধাবাতেই বেআইনিভাবে তেল কাটা হয়। পরবর্তীতে ওই ধাবা থেকে সরকারি নিয়ম অমান্য করে চলে পেট্রোল ও ডিজেল বিক্রি। দিনের পর দিন এই কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ ও প্রশাসন কোনও কিছুরই ব্যবস্থা নিচ্ছিল না। পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, দমকল আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঘটনাস্থলে এসেছি, পুরো ঘটনার তদন্ত করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে যান পুরানো মালদহের বিডিও। খতিয়ে দেখেন ঘটনাস্থল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
হরষিত সিংহ