South 24 Parganas News: মৎসজীবীর জালে বিরল প্রজাতির দুটি কচ্ছপ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
কচ্ছপ দুটিকে তিনি মোদি পাড়ায় নিয়ে আসেন। সেই সময় কুলতলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, স্থানীয় মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কচ্ছপ
দক্ষিণ ২৪ পরগনা: মৎস্যজীবী জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির দুটি কচ্ছপ। স্থানীয় সূত্রে খবর পেয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের ঝুপখালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়ন মোদি নামে এক মৎস্যজীবী মণি নদীতে মাছ ধরার জন্য এদিন সকালে জাল ফেলেন। জাল তোলার সময় দেখেন তাতে দুটি কচ্ছপ ধরা পড়েছে। এরপর কচ্ছপ দুটিকে তিনি মোদি পাড়ায় নিয়ে আসেন। সেই সময় কুলতলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, স্থানীয় মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কচ্ছপ। এরপর কুলতলি থানার পুলিশ খবর দেয় ঝুপখালি রেঞ্জ অফিসে। এরপর বনকর্মীরা এসে কচ্ছপ দুটিকে উদ্ধার করে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
বনদফতর সূত্রে খবর, এই কচ্ছপ দুটি সামুদ্রিক বিরল প্রজাতির। সাধারণতভাবে এই কচ্ছপ সমুদ্রের বসবাস করে। কিন্তু প্রজননের সময় এরা নদীর মোহনাতে চলে আসে। কচ্ছপ দুটিকে ইতিমধ্যেই উদ্ধার করে ঝুপখালি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে এই দুটি কচ্ছপকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আবারও পুনরায় সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে। একটি কচ্ছপের ওজন প্রায় ৪০ কেজির কাছাকাছি অপরটি বাচ্চা কচ্ছপ। সাধারণত এই বিরল প্রজাতির কচ্ছপগুলি সমুদ্রের বালি অঞ্চলে বসবাস করে। সাধারণত ডিম পাড়ার সময় এই কচ্ছপগুলি বিভিন্ন নদীর মোহনা বা খাড়িতে চলে আসে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 3:51 PM IST