আরও পড়ুন: বৃষ্টিতে ধসে গেল বাড়ির একাংশ, আবাস যোজনা টাকা নিয়ে অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ চাকার একটি ডাম্পার গজলডোবার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। আরও একটি ১২ চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল। ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ চাকার ডাম্পার চালকের। গুরুতর জখম হন অপর ডাম্পারের চালক। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে, দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে ১২ চাকার গাড়ির চালক বেশ কিছুক্ষণ ভেতরে চাপা পড়ে থাকেন। তাতেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা মৃত ডাম্পার চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
সুরজিৎ দে