Bengali News: বৃষ্টিতে ধসে গেল বাড়ির একাংশ, আবাস যোজনার টাকা নিয়ে অভিযোগ

Last Updated:

বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার এই ঘটনাটি ঘটেছে ঝালদা পুরসভার ৫ নাম্বার ওয়ার্ডে। এদিকে বিপর্যস্ত পরিবারটি আবাস যোজনার টাকা নিয়ে অভিযোগ তুলেছে

+
বৃষ্টির

বৃষ্টির দাপটে ধসে গেল বাড়ি

পুরুলিয়া: শীত বিদায় এবং গ্রীষ্মের আগমনের মধ্যবর্তী এই সময়ে ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। কোথাও কোথাও ঝড় ও বৃষ্টির জেরে বিপর্যয় ঘটছে। সেই তালিকায় আছে পুরুলিয়া’ও। জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবারও ঝড়-বৃষ্টি হয় ঝালদায়। এই দিনের বৃষ্টির প্রভাবে গৃহস্থের বাড়ির একাংশ ভেঙে পড়ে। কপাল জোরে প্রাণে বেঁচে যায় বাড়ির তিন সদস্য।
বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার এই ঘটনাটি ঘটেছে ঝালদা পুরসভার ৫ নাম্বার ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। কোনওরকমে প্রাণে বেঁচে যান পরিবারের তিন সদস্য।
advertisement
advertisement
এই বিষয়ে বিপর্যস্ত পরিবারটির সদস্যা প্রতিমা কান্দু জানান, সোমবার রাতে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। সেই সময় বৃদ্ধ মা ও আমরা দুই বোন বাড়িতেই ছিলাম। কপাল জোরে বেঁচে গিয়েছি আমারা। এখন পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি পুরসভা থেকে আবাস যোজনার বাড়ি পেয়েছি, প্রথম কিস্তির টাকাও পেয়েছি। কিন্তু পুরপ্রধান পরিবর্তনের পর আর টাকা পাইনি। সেই টাকা পেলে আমিও পাকা বাড়ি তৈরি করতে পারতাম। তাই পুরসভার কাছে আবেদন, আমাকে বাড়ি তৈরির বাকি টাকা দেওয়া হোক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ঐই বিষয়টি নিয়ে ঝালদা পুরসভার উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার বলেন, পাশেই বাড়ি তৈরি হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। গর্তের কারণে ও প্রচন্ড বৃষ্টিতে জল জমার জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।‌ খবর পেয়ে আমি নিজে গিয়েছিলাম ওই পরিবারের সঙ্গে দেখা করতে। তাদের আবাস যোজনার লিস্টে নাম আছে, একবার টাকাও পেয়েছে। তাই বাকি কিস্তির টাকা যাতে পায় তার ব্যবস্থা করা হবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বৃষ্টিতে ধসে গেল বাড়ির একাংশ, আবাস যোজনার টাকা নিয়ে অভিযোগ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement