পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ মামুল হক (৩৮)। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকায়। এদিন সকালে মোটরবাইক চালিয়ে মালদহ শহরে যাচ্ছিলেন মামুল হক। যাওয়ার পথে গাবগাছি এলাকায় একটি বেসরকারি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। এরপর পিছন থেকে মিনিবাসটি ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান ওই বাইক আরোহী। ঘটনায় মাথার ওপর দিয়ে মিনিবাসের চাকা পিষে চলে যায় ওই বাইক আরোহীকে।
advertisement
আরও পড়ুন: বক্সা জঙ্গলের ‘বস’, মর্নিং ওয়াকে বেরোতেই সরে দাঁড়াল সবাই! সকাল সকাল অন্য ছবি গুদামডাবরিতে
ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় পলাতক মিনিবাসের চালক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মোথাবাড়ির বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ঘটনায় শোক প্রকাশ করে পরিবারটিকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।






