মাদারিহাটের এশিয়ান হাইওয়ের এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটে। এই এলাকায় মাদারিহাট পুলিশের টহল বেড়েছে। তারপরেও দুর্ঘটনা বাড়ছে। এই নিয়ে উদ্বিগ্ন পুলিশও। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, এদিন দুপুরে পর্যটকদের ছোট গাড়িটি রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে একটি বাঁশবোঝাই গাড়ি ধাক্কা মারে।
আরও পড়ুনঃ চেন্নাইয়ের আদলে সোনায় মোড়ানো মণ্ডপ, সুরক্ষার জন্য থাকছে বাউন্সার! কালীপুজোয় বড় চমক এখানে
advertisement
এখানেই শেষ নয়, বাঁশবোঝাই গাড়িটি আবারও পিছন থেকে ধাক্কা দেয় ছোট গাড়িটিকে। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায় পর্যটকবাহী গাড়িটি। এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও গাড়িটি গতি বাড়িয়ে এলাকা ছেড়ে চলে যায়। এই ঘটনা দেখে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। গাড়িটিকে ক্রেন দিয়ে রাস্তার পাশ থেকে সরানো হচ্ছে। গাড়িটির দিকে চোখ রাখা যাচ্ছে না বলে দাবি এলাকাবাসীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নাম প্রকাশে অনিচ্ছুক এক পর্যটক জানান, “কপাল করে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। নাহলে তো আমাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যেত।” এই রকম নিষ্ঠুর গাড়ির চালক আগে দেখেননি বলে জানান এলাকাবাসীরা। ঘাতক গাড়িটি ভুটান নম্বরের ছিল বলে জানা যাচ্ছে। পুলিশকে ভুটান নম্বরের গাড়িগুলির দিকে নজর দিতে বলেছেন স্থানীয়রা।