সূত্রের খবর, আচমকাই বিকট একটি শব্দ শোনা যায় এলাকায়। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণু রায় নামে যুবকের। জানা গিয়েছে, মৃত যুবক বাইকে করে মালবাজার থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি ওদলাবাড়ি রেলগেট এলাকাতেই৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টা নাগাদ ডামডিম থেকে মালবাজারমুখী একটি চার চাকার গাড়ির সঙ্গে ডামডিমের বাঁশবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকচালক বিষ্ণু রায় রাস্তার উপর ছিটকে পড়েন।
advertisement
আরও পড়ুন: মোয়া হাব কবে চালু হবে? ভোটের মুখে জানতে চায় জয়নগর
এই দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা এক ব্যক্তিও গুরুতর আহত হন। এদিকে দুর্ঘটনার পর থেকেই চার চাকার গাড়ির চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর খানিকক্ষণ এলাকাজুড়ে যানবাহন চলাচল ব্যহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায়।
সুরজিৎ দে