Lok Sabha Election 2024: মোয়া হাব কবে চালু হবে? ভোটের মুখে জানতে চায় জয়নগর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Election 2024: ভোটের মুখে মোয়া ব্যবসায়ীদের প্রধান দাবি, দ্রুত মোয়া হাব তৈরির কাজ শেষ হোক। নানা কারণে বারবার পিছিয়েছে এই কাজ
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর মানেই শীতের লোভনীয় মোয়ার কথা সকলের মনে পড়ে। এই মোয়া জয়নগরের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। এখানকার মোয়া জিআই ট্যাগ পাওয়ার পর সেই সুনাম আরও বেশি ছড়িয়ে পড়েছে। মোয়ার প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে সম্প্রতি জয়নগর-মজিলপুর পুর এলাকায় মোয়া হাব গঠনের কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এখানকার মোয়া ব্যবসায়ীরা কী দাবি তুলছেন?
ভোটের মুখে মোয়া ব্যবসায়ীদের প্রধান দাবি, দ্রুত মোয়া হাব তৈরির কাজ শেষ হোক। নানা কারণে বারবার পিছিয়েছে এই কাজ। বহড়ু ও জয়নগরের মোয়া ব্যবসায়ীরা বিভিন্ন দলের প্রার্থীদের কাছে এই আবেদন রাখছেন। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল থেকে শুরু করে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী, আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল, এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর-সবাই ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে প্রথমেই এক্ষেত্রে নজর দেবেন।
advertisement
advertisement
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের থেকে আশ্বাস পেয়ূ কিছুটা হলেও ভরসা পাচ্ছেন জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। তিন বছর আগে মোয়া হাব তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু বারবার জায়গা বদল হওয়ায় কার্যত থমকে গিয়েছিল কাজ। প্রথমে জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের সুজিত সরখেল ও সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে জয়নগরের মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি জানায় খোদ খাদি বোর্ড। কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভায় ক্ষমতার হাতবদল হয়। চেয়ারে বসে তৃণমূল। নয়া পুরপ্রধান সুকুমার হালদার মোয়া হাবের জন্য ৩ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। সেই জায়গায় এখন কাজ চলছে। এই কাজ শীতের মরশুম শুরুর আগেই শেষ হোক, চাইছেন ব্যবসায়ীরা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 12:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মোয়া হাব কবে চালু হবে? ভোটের মুখে জানতে চায় জয়নগর