আরও পড়ুন: গৃহপালিত পশু বাঁচাতে না পেরে সর্ষে চাষে ঝুঁকছেন লতাবাড়ির কৃষকরা
কালচিনির ব্লকের গরমবস্তি এলাকাটি বরাবরই ব্যস্ত। এই এলাকা দিয়ে উত্তর-পূর্ব ভারতের পণ্য ও যাত্রীবাহী গাড়িগুলি চলাচল করে। পাশাপাশি আলিপুরদুয়ারের গাড়িগুলিও চলাচল করে। শনিবার সকালে গরমবস্তি এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ৩১ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনার বিকট শব্দে চলে আসেন পাশের বাড়িগুলোতে। দুটি পণ্যবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, দুটো ট্রাক মুখোমুখি ধাক্কা খাওয়ার পর একটি ট্রাক রাস্তার পাশে হেলে পড়ে। দুটো ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় দুটি ট্রাকের চালকই গুরুতর আহত হন। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অজয় কুমার যাদব নামে এক ট্রাক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অনন্যা দে