স্থানীয় সূত্রে খবর, এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন মানুষ আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোকানের সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে গাড়িটি পিষে দেয়।
advertisement
জোড়ালও শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। পরে পুলিশ ও দমকল কর্মীরা মিলে দ্রুত আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত্যু হয় আরও একজনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যেকেই ধূপগুড়ি শহরের ১৫ ও ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন, সন্তোষ রায় (৪৫), সুনীল কুমার বিশ্বাস (৬৭), ডোকসা রায় (৪০) ও শম্ভুনাথ রায়। আহতদের চিকিৎসা চললেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে।