TRENDING:

River Erosion: লাগাতার ভাঙন অব্যাহত, তোর্সা নদীর আগ্রাসী রূপে আতঙ্ক তুফানগঞ্জের এই এলাকায়

Last Updated:

কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েত।  শোলাডাঙায় তোর্সা নদীর ভাঙনে বেহাল দশা এলাকায়। নদীর আগ্রাসী রূপের চোখরাঙানিতে আতঙ্কিত স্থানীয়রা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর: কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েত।  শোলাডাঙায় তোর্সা নদীর ভাঙনে বেহাল দশা এলাকায়। নদীর আগ্রাসী রূপের চোখরাঙানিতে আতঙ্কিত স্থানীয়রা। নদীর ভাঙন প্রতিনিয়ত অব্যাহত। এই এলাকার নদীর বাঁধ আগেই ভাঙনের কবলে পড়েছে। বহু মানুষের জমি চলে গিয়েছে নদীর গর্ভে। ভাঙন রোধে ইতিমধ্যেই নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে আচমকা নদীতে জল বেড়ে ওঠার কারণে থমকে রয়েছে বাঁধ নির্মাণের কাজ।
advertisement

এলাকার বাসিন্দা বাদশা শেখ জানান, ” তিন বছর আগে থেকেই নদী ভাঙনের চিন্তায় রয়েছেন এলাকার মানুষেরা। বারবার আবেদন জানিয়ে অবশেষে নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু নদীতে জনস্তর বেড়ে যাওয়ায় সেই কাজ শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছে। যদি কাজ আরও কিছুদিন বন্ধ থাকে তবে নদীতে ভাঙন চলতেই থাকবে। তাই স্থানীয়রা চাইছেন সাময়িক ভাবে নদীর ভাঙন রোধের ব্যবস্থা হোক যাতে কাজ না শুরু হওয়া পর্যন্ত ভাঙন আর না হয়। অভিযোগ, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত।”

advertisement

এলাকার আরও দুই বাসিন্দা একাব্বর আলি ও নলেন্দ্র বর্মন জানান, “নদীর ভাঙন দেখতে প্রাক্তন  জেলাশাসক নিজে এলাকায় এসেছিলেন। তিনি বলেন, নদী ভাঙন রোধে বাঁশের খাঁচা বসানো হবে এবং বাঁধের কাজ শুরু হবে। তবে সেই প্রতিশ্রুতির দীর্ঘ সময় পর কাজ শুরু হয়েছে। কিন্তু নদীর ভাঙন রোধ করা এখনও সম্পূর্ণ সম্ভব হয়নি। নদীতে জল বেড়ে যাওয়ায় কাজ শুরু হয়েই বন্ধ হয়ে গিয়েছে।  ফলে ভাঙন চলছেই এলাকায়। প্রতি মুহূর্তে নদী অল্প অল্প করে এগিয়ে আসছে লোকালয়ের দিকে। তাই স্থানীয়রা চিন্তায় রয়েছেন।”

advertisement

ইতিমধ্যেই বহু বিঘা জমি চলে গিয়েছে নদীর গর্ভে। অভিযোগ, ভাঙনের জেরে ক্ষতিগ্রস্থ মানুষদের কোনও প্রকার সহায়তা মেলেনি আজও। তাই কার্যত দিশেহারা এলাকার মানুষজন। চলতি বর্ষার আগে বাঁধের কাজ না হলে বিপদে পড়তে হবে স্থানীয়দের।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
River Erosion: লাগাতার ভাঙন অব্যাহত, তোর্সা নদীর আগ্রাসী রূপে আতঙ্ক তুফানগঞ্জের এই এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল