আরও পড়ুন: মুহূর্তে বদলাবে আবহাওয়া! ৭ জেলায় জমকালো শীতের পূর্বাভাস, ঘিরবে কুয়াশা! বড় আপডেট
এদিন সকালে ঘুম ভাঙতেই এলাকার বাসিন্দা লোকালয়ে গন্ডারটিকে ঘুরতে দেখেন। জানা যায় জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে এদিন সকালে গন্ডার ঢুকে পড়ে পাতলাখাওয়া গ্রামে।সেখান থেকে সিমলাবাড়িতেও চলে যায় গন্ডারটি।সকাল থেকে এই কারণে কাজকর্ম লাটে উঠেছে এলাকাবাসীদের।গন্ডারটি সুপরি গাছের ক্ষতি করছে বলে জানা যায়।
advertisement
আরও পড়ুন: স্পষ্ট ইতিহাস, প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবেশে গেলে ফিরে আসতে ইচ্ছে করবে না!
জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে খবর দেয় বনদফতরে। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে কুনকি হাতির সাহায্যে গন্ডারটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন।এদিকে পূর্ণবয়স্ক সেই গন্ডারটিকে লাফাতে দেখে এলাকারবাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বনকর্মীরা আপাতত ঘরে কাউকে প্রবেশ করতে দেননি।
Annanya Dey