গতকাল রাতে ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যায়। রাতের বেলা প্রবল স্রোতে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীতে একটি পূর্ণবয়স্ক মহিলা গণ্ডার ভেসে যায়। রবিবার সকালে জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন এলাকা থেকে গণ্ডারটির মৃতদেহ উদ্ধার হয়।
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় পূর্ণবয়স্ক এক মহিলা গণ্ডারের মৃত্যু হয়েছে। গরুমারা ডিভিশনের অতিরিক্ত ডিএফও রাজীব দেব জানান, গত রাতের অবিরাম বৃষ্টির ফলে জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। সেই স্রোতেই গণ্ডারটি ভেসে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার তিনি বলেন, এই গণ্ডারের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কারণ দূরদূরান্তের পর্যটকরা এই গণ্ডার দেখতেই ছুটে আসেন। গরুমারা জঙ্গলে যদি গণ্ডার না থাকে তাহলে পর্যটকের সংখ্যাও কমে আসবে বলে মনে করছেন তিনি।