পরাগ ভৌমিক পুঁটিমারি স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতা করার সময় স্কুলের খেলাধুলোর কোচ ছিলেন। পড়ুয়াদের সুস্থ রাখার প্রয়াস তিনি করেছেন।তার অনেক পড়ুয়া রাজ্যস্তরে খেলাধুলো করছে।এই শিক্ষক জেলার গর্ব বলে মনে করেন অন্যান্য শিক্ষকরা।
যারা অপরাধ জগতে চলে গিয়েছে তাদের অভিশাপ মুক্ত করতে এগিয়েছে এই শিক্ষক। তাদের জন্য আলাদাভাবে শিবির করে তাদের খেলাধুলো শিখিয়ে মানুষ করছেন তিনি। এমন অনেক ছেলেমেয়েরা খেলছে জেলাস্তরে। স্কুলে শিক্ষকতার সময় তার তত্ত্বাবধানে অনেক জাতীয়স্তরের খেলোয়ার গড়ে তুলেছিলেন।
advertisement
বয়স বাড়লেও তার ভাবনার ও ইচ্ছের বয়স এখনও বাড়তে দেননি তিনি। পরাগ ভৌমিক জানান,"শরীর সুস্থ রাখতে খেলাধুলোর ব্যতিক্রম হয়না। অবসর মানেই সব ছেড়ে বসে যাওয়া নয়। বরং সচল না থাকলে রোগভোগের সম্ভাবনা থাকে। তাই খেলাধুলোর অভ্যাস তিনি ছাড়েননি।"
আরও পড়ুনঃ সৌদি আরবের আইনে রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক অবৈধ, শাস্তি হবে কি সিআরসেভেনের
শরীর ও মনতে সুস্থ রাখতে সকলকে বলছেন নিয়মিত প্রাতর্ভ্রমণ জরুরি। পাশাপাশি হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকে। অবসর যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে পরাগ বাবু জানান, শারীরিক পরিশ্রম এমন কিছু কাজ করতে। যা বাগান পরিচর্যার মধ্য দিয়েও অনেকক্ষেত্রে সম্ভব হয়।
Annanya Dey





