TRENDING:

Water Supply: পুরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ায় নিষেধাজ্ঞা শিলিগুড়িতে

Last Updated:

Water Supply: বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের (BOD) তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে। যে কারণে প্রতিদিনের মত জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোন‌ওভাবেই পান না করে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পুরনিগমের সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধাজ্ঞা জারি করা হল। পানীয় জল দূষিত হয়েছে। তাই ২৯ মে থেকে আগামী ২ জুন বিকেল অবধি পুর এলাকায় সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
advertisement

শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের (BOD) তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে। যে কারণে প্রতিদিনের মত জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোন‌ওভাবেই পান না করে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সরবরাহ করা পানীয় জল পান করা ছাড়া অন্যান্য কাজ করা যেতে পারে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ৪০০ বছরের পুরনো ফেঁসকি মাতার পুজো, একসময় ঢল নামত ওপার বাংলার মানুষের

শিলিগুড়ি পুরনিগমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব। তিনি বলেন, পানীয় জল কিছুটা দূষিত হয়েছে। জলের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগবে। তারপরই ওই জল ব্যবহার করা যাবে।ততদিন যাতে শহরবাসী কোন‌ওভাবেই ওই জল পান না করেন সেই আবেদন করেন তিনি। পানীয় জলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুরনিগমের তরফে। ১ লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহ করা হবে।পাঁচটি বোরোতে ১৫ থেকে ২০ হাজার করে জলের পাউচ দেওয়া হবে। পাশাপাশি পুরনিগমের তরফে প্রতি ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হবে বলে জানান তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Water Supply: পুরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ায় নিষেধাজ্ঞা শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল