400 Years Old Feski Kali Puja: ৪০০ বছরের পুরনো ফেঁসকি মাতার পুজো, একসময় ঢল নামত ওপার বাংলার মানুষের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
400 Years Old Feski Kali Puja: প্রাচীন পুজো কবে থেকে শুরু তার সঠিক সময়কাল বলতে পারেন না কেউ। তবে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে
দক্ষিণ দিনাজপুর: এলাকাজুড়ে একটা সময় কলেরা, ডায়রিয়া সহ একাধিক মহামারীর হাত থেকে বাঁচার জন্য এলাকার পূর্ব পুরুষেরা ফেঁসকি কালী মাতার পুজো শুরু করেন। এমনকি অবিভক্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই মায়ের পুজো দিতে প্রচুর ভক্তের সমাগম হত। পরবর্তী সময়ে এই পুজোকে কেন্দ্র করে মেলা শুরু হয়। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই ফেঁসকি পুজো ৪০০ বছরের প্রাচীন। এবারেও এই পুজো উপলক্ষে মেলা বসেছে।
এই প্রাচীন পুজো কবে থেকে শুরু তার সঠিক সময়কাল বলতে পারেন না কেউ। তবে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। বালুরঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শিবরামপুর গ্রামের মন্দিরে রবিবার রাতে মায়ের পুজো দিয়ে শুরু হয় মেলা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এলাকার যে সমস্ত মানুষ বাইরে থাকেন বিভিন্ন কাজের কারণে, তাঁরা এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছরই নিজের বাড়িতে আসেন। ফেঁসকি মাতার পুজো ও মেলায় যোগ দিতে রবিবার সকাল থেকেই ভিড় শুরু হয়েছে মেলা প্রাঙ্গণে। কদমা, খাজা-বাতাসার ঢল নামে মন্দিরে। শুধুমাত্র ফেঁসকি কালী মাতাই নয়, কালী মায়ের অন্য রূপের পাশাপাশি বুড়ো বাবার পুজো হয় মন্দির প্রাঙ্গনে। পুজোর পাশাপাশি চলে প্রসাদ বিতরণ।
advertisement
একসময় ওপার বাংলা থেকেও হাজার হাজার দর্শনার্থী এই পুজো উপলক্ষে এপারে আসতেন। তবে সেই সব এখন অতীত। বর্তমানে বাংলাদেশের ভক্তগণ আসতে পারে না ঠিকই, কিন্তু তারকাটার ওপার থেকে বহু বাংলাদেশী সাধারণ মানুষরা এই মেলা উপভোগ করে থাকেন।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 9:07 PM IST