Bike Accident: বাড়ি ফেরাই কাল হল পরিযায়ী শ্রমিকের, মামারবাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় তরুণের মৃত্যু
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Bike Accident: পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা নাগর দাস। নাবালক হলেও সে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করত
পূর্ব বর্ধমান: বন্ধুকে বাইকে চাপিয়ে মামারবাড়ি যাচ্ছিল নাবালক নাগর দাস (১৭)। কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই তরুণের। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে।
পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা নাগর দাস। নাবালক হলেও সে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করত। সোমবার চেন্নাই থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার বিকেলবেলায় বন্ধু গোপীনাথ দাসকে সঙ্গে নিয়ে সে মামারবাড়ি দেবগ্রামের উদ্যেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে একটি টোটোকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে গিয়ে ধাক্কা মারে ওই তরুণের বাইকটি।
advertisement
আরও পড়ুন: রিমলের তাণ্ডবে ফুলের জমিতে হাহাকার
advertisement
এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাগর দাস নামে ওই যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বুধবার কাটোয়া হাসপাতালে মৃত তরুণের দেহের ময়নাতদন্ত করা হয়। পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পরই এই মর্মান্তিক দুর্ঘটনায় সবাই শোকে মুহ্যমান।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: বাড়ি ফেরাই কাল হল পরিযায়ী শ্রমিকের, মামারবাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় তরুণের মৃত্যু