কিছু দিন আগে আলিপুরদুয়ার জেলার নিমতিঝোরা চা বাগান এবং পাটকাপাড়া সীমান্ত অঞ্চল থেকে এক মহিলাকে গরু চুরির অভিযোগে ধরে গণপিটুনি দিয়েছিল এলাকাবাসীরা। যদিও সে সময় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যন্ত এলাকা পূর্ব সাতালিতে ঘটল গরু হারিয়ে যাওয়ার ঘটনা। এই এলাকায় ৭০% মানুষ পশুপালনের জীবিকার সঙ্গে যুক্ত। এলাকার বাসিন্দা সরিতা ওঁরাও এবং তার প্রতিবেশী বসন্ত বাগের মোট সাতটি গরু গোয়ালে নেই বলে তারা জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: একমনে বাগানের কাজ করছিলেন, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল লেপার্ড, তারপর
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে সরিতা ওঁরাও জানান, “রাতে গরুগুলি গোয়ালেই ছিল। সকালে উঠে দেখি গরু নেই। অনেক খোঁজাখুঁজির পর পাশে মাঠে গাড়ির টায়ারের ছাপ দেখতে পাই। এরপরে মনে হয়েছে গরু চুরি হয়ে গিয়েছে।” এলাকাবাসীরা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কারণ তাঁদের একমাত্র জীবিকা পশু পালন। গরুর দুধ বিক্রি করে সংসার চলে। কেন এমন ঘটনা ঘটছে তারা কিছুই বুঝতে পারছেন না।
Annanya Dey