TRENDING:

বক্সার প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জন্য ফের চালু হল আবাসিক স্কুল

Last Updated:

Buxa: বুধবার থেকে ফের  চালু হল কালচিনি ব্লকের মেন্দাবাড়ী এলাকাj পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: নতুন উদ্দীপনার সঙ্গে বুধবার থেকে ফের চালু হল কালচিনি ব্লকের মেন্দাবাড়ী এলাকার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। ইতিমধ্যে স্কুলে এসেছে আবাসিকরা।
advertisement

করোনা পরিস্থিতির পর বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা প্রায় ১০ জনে এসে দাঁড়িয়েছিল। এর পর জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১০০ জন পড়ুয়াদের নিয়ে আসা হয়েছে এই আবাসিক স্কুলে।

এদিন চালু হল এই বিদ্যালয়টি। মূলত বক্সা সহ জেলার অন্যান্য প্রত্যন্ত গ্রাম ও চা বাগানের ছেলে মেয়েদের এখানে ভর্তি করানো হয়। দূর থেকে প্রতিদিন যাতে যাতায়াত না করতে হয়, তার জন্য বিদ্যালয়টি চালু করা হয়েছিল।পড়ুয়া সংখ্যা কমতে নড়েচড়ে বসে প্রশাসন। করোনার কারণে স্কুল থেকে যারা বেরিয়েছিল, তাদের খোঁজ করে ফের আনা হয়।

advertisement

আরও পড়ুন- Jalpaiguri News: অমানবিক! চোর  সন্দেহে যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মার, কী কাণ্ড হল জলপাইগুড়িতে

View More

এই বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, 'জেলার পাহাড়ি ও প্রত্যন্ত এলকাগুলোতে নানা কারণে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত থাকে। তাদের সকলের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের এই আবাসিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এখানে ছেলে ও মেয়েদের পৃথক আবাসন রয়েছে, সেখানে ১০০ জন করে ছেলে মেয়েরা থাকতে পারবে।'

advertisement

এছাড়াও জেলা শাসক জানান, পড়ার পাশাপাশি খেলাধুলোর সামগ্রীও প্রশাসনের তরফে তাদের প্রদান করা হচ্ছে। যাতে তাদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সার প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জন্য ফের চালু হল আবাসিক স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল