TRENDING:

Gandhagokul: ধূসর রং, গায়ে ঘন লোম, জ্বলজ্বলে চোখ, বিশ্বের দামি কফি তৈরি হয় এর মল থেকে, এটি কোন পশু?

Last Updated:

গোলাকার থেকে বাদাম আকৃতির চোখ, চোখের মাঝখানে একটি পাতলা, কালো রেখা এবং উভয়ের নিচে একটি ছোট সাদা ছোপ দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: উদ্ধার করা হল এশিয়ান পাম সিভিট ক্যাট (গন্ধ গোকুল)। রায়গঞ্জের বারদুয়ারী হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হল একটি এশিয়ান পাম সিভিট ক্যাট যেটাকে বাংলায় বলে গন্ধগোকুল । কি এই গন্ধগোকুলের বৈশিষ্ট্য জানেন?এই গন্ধগোকুল লম্বা সরু শরীর এবং স্টকি আকারের। পুরো শরীর ধূসর, গুল্ম এবং মোটা পশম দিয়ে ঢাকা তিন সারি কালো দাগ। গোলাকার থেকে বাদাম আকৃতির চোখ, চোখের মাঝখানে একটি পাতলা, কালো রেখা এবং উভয়ের নিচে একটি ছোট সাদা ছোপ দেখা যায়।
advertisement

এই বিড়ালটি হিমালয় এবং দক্ষিণ চীন, মালয় উপদ্বীপ থেকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ-পূর্ব এশীয় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে বাস করে। এই এশিয়ান পাম সিভেট ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এই এশিয়ান পাম সিভেটপাল্পি ফল, পোকামাকড় এবং ইঁদুর, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে।

আরও পড়ুনTourism Place: শীত পড়তেই আনাগোনা বাড়ছে পর্যটকদের! এই মন্দির যেন পর্যটন ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

advertisement

গন্ধগোকুল দ্বারা মূল্যবান বিভিন্ন সুগন্ধী ও কফি তৈরি করা হয়। এদের গ্রন্থি থেকে পিচ্ছিল কস্তুরিমৃগ নিঃসৃত পদার্থ থেকে একধরনের তেল পাওয়া যায় যা থেকে মূল্যবান সুগন্ধি তৈরি করা হয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয় এই গন্ধগোকুলের মল থেকে। তাই এই গন্ধগোকুলের চাহিদা প্রচুর।

View More

জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বারদুয়ারি হাট সংলগ্ন এলাকায় এই লুপ্তপ্রায় এশিয়ান পাম সিভিটটি একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় পাচারের জন্য নিয়ে আসা হয় ৷ পশুপ্রেমী সংস্থার এক সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন ৷ একটি লোকের হাতে খাঁচায় বন্দি অবস্থায় গন্ধগোকুলটিকে দেখতে পান সংস্থার এক সদস্য ৷

advertisement

পশুপ্রেমী সংস্থার সদস্য ওই ব্যক্তিকে প্রশ্ন করেন গন্ধগোকুলটিকে নিয়ে ৷ প্রশ্ন করা হয়, তিনি সেটিকে নিয়ে কী করবেন ৷ জবাবে ওই ব্যক্তি জানান,প্রাণিটিকে বিক্রি করবেন ৷

পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, “প্রাণীটি একেবারেই বাচ্চা ৷ বন দফতর এবার সেটির পুনর্বাসনের ব্যবস্থা করবে ৷ প্রয়োজনীয় চিকিৎসাও করাবেন তাঁরা ৷ এশিয়ান পাম সিভিট বন্যপ্রাণ সংরক্ষণের তালিকায় সিডিউল-২ এর অন্তর্ভুক্ত ৷ বনাঞ্চল কমে যাওয়ায়, এদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে ৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গরুমারার কাছেই 'এই' দুই জায়গা, দিনের আলতেও ছমছমে পরিবেশ, গায়ে কাঁটা দেয় স্থানীয়দেরও
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gandhagokul: ধূসর রং, গায়ে ঘন লোম, জ্বলজ্বলে চোখ, বিশ্বের দামি কফি তৈরি হয় এর মল থেকে, এটি কোন পশু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল