Tourism Place: শীত পড়তেই আনাগোনা বাড়ছে পর্যটকদের! এই মন্দির যেন পর্যটন ও আধ্যাত্মিকতার মেলবন্ধন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই মন্দির প্রতিষ্ঠার রহস্য আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সঠিক কোনও ধারণা আজও কোথাও উল্লেখ পাওয়া যায় না।
দিনহাটা: কোচবিহার জেলার গোসানিমারী এলাকায় দীর্ঘ সময়ের প্রাচীন এক ঐতিহ্যবাহী মন্দির এই কামতেশ্বরী মন্দির। কামতেশ্বরী মন্দিরেকে নিয়ে জেলার মানুষের মুখে মুখে নানান কথা প্রচলিত রয়েছে। তবে এই মন্দির প্রতিষ্ঠার রহস্য আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সঠিক কোনও ধারণা আজও কোথাও উল্লেখ পাওয়া যায় না। কোচবিহারের রাজ আমলে এই মন্দিরের বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছিল। তবে আদতেকে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনোও সঠিক প্রমাণ পাওয়া যায়নি।
মন্দিরে পুজো দিতে আসা এক পর্যটক রামসুরত রবিদাস জানান, “এই মন্দিরে পুজো দিতে এবং ভোগ নিবেদন করতে সামান্য কিছু মূল্য প্রদান করতে হয়। এছাড়া এখানে দুপুরের মধ্যে দেবতাদের ভোগ নিবেদন করা সম্পন্ন করে প্রসাদ বিতরন সম্পন্ন করা হয় ভক্তদের মধ্যে। সন্ধ্যার সময় এই মন্দিরে কোন পুজো করা হয় না। ভোগ নিবেদন সম্পন্ন হয়ে গেলে মন্দিরের দেবতাদের মূর্তি ঢেকে দেওয়া হয়।” মন্দিরের আরেক ভক্ত লক্ষ্মী দাস জানান, “এই মন্দিরের নিয়ম এবং রীতিনীতি অন্য বাকি সব মন্দিরের চাইতে একদম আলাদা। পরিবারের সঙ্গে ছুটির দিনে প্রায়শই তিনি ঘুরতে আসতে এই কামতেশ্বরী মন্দিরে। এছাড়া এখানে এলে অনেকটাই শান্তি অনুভব হয়।”
advertisement
advertisement
এই মন্দিরের পুরোহিত রাজকুমার ঠাকুর জানান, “খেন এবং কোচ রাজবংশ উভয়েই কামতেশ্বরী দেবীর উপাসক ছিলেন। বর্তমান মন্দিরটি কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণ নারায়ণ ১৬৬৫ সালে সংস্কার করেছিলেন। কামতেশ্বরী মন্দিরের অভ্যন্তরে দুটি শিব লিঙ্গ, একটি ব্রহ্মার মূর্তি, একটি শালগ্রাম বা নারায়ণ শিলা, অষ্টধাতু (আটটি ধাতুর মিশ্রণ) দিয়ে তৈরি একটি গোপাল মূর্তি এবং সূর্য দেবের একটি ব্রোঞ্জ দিয়ে তৈরি মূর্তি রয়েছে। মন্দিরের পেছনের দুই কোনে দুটি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে।”
advertisement
দীর্ঘ সময় ধরে এই মন্দিরে বিশেষ বিশেষ কিছু তিথিতে পুজোর আয়োজন করা হয়ে থাকে। সেই সময় যেমনি ভক্তদের ও পর্যটকদের ভিড় দেখতে পাওয়া যায়। তেমনি শীতের মরসুমের শুরু থেকেই এই মন্দিরের মধ্যে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে। দীর্ঘ সময় ধরে এই মন্দির পর্যটকদের মধ্যে অনেকটাই জনপ্রিয় এক প্রাচীন মন্দির। জেলার পর্যটন ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন গোসানিমারী এলাকার এই কামতেশ্বরী মন্দির।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2024 6:34 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourism Place: শীত পড়তেই আনাগোনা বাড়ছে পর্যটকদের! এই মন্দির যেন পর্যটন ও আধ্যাত্মিকতার মেলবন্ধন









