সোমা মুখোপাধ্যায় জানান, “এবারে ছোট্ট রেপ্লিকা মডেলটি প্রায় চার মাসের প্রচেষ্টার পর সম্পন্ন হয়েছে। একটি পোস্ট কাড়ের ওপর তিনি তৈরি করেছেন এই সম্পূর্ন মডেলটি। এখানে রয়েছে মদনমোহন বাড়ি, রাস চক্র ও পুতনা রাক্ষসীর মাইক্রো রেপ্লিকা। সমগ্র মদনমোহন মন্দির ও রাস মেলায় মদন বাড়িতে যেসমস্ত অনুষ্ঠান হয় সবটাই তুলে ধরেছেন তিনি। তবে এই বিষয়টি এই মাইক্রো আর্টিস্টের কাছে নতুন বিষয় নয়। তিনি আগেও বহু ছোট মূর্তি তৈরি করেছেন। তবে এই মডেলটি তৈরি করতে তিনি ব্যাবহার করেছেন মাটি, কাপড়, টিস্যু পেপার, তার এবং সাদা রঙ। এছাড়া এখানে থাকা মূর্তি গুলির অলংকার বানানো হয়েছে রাংতা দিয়ে।”
advertisement
তিনি আরোও জানান, “হেরিটেজ শহর কোচবিহারের মধ্যে থাকা এই মদন বাড়ি সকলের কাছেই এক আলাদা আবেগ। আর এই মদন বাড়ির রাস মেলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা। তাই এই মেলা ও মদন বাড়ির ঐতিহ্যের জন্যই এই ছোট্ট রেপ্লিকা তাঁর বানাতে ইচ্ছে হয়েছে। তবে এই রেপ্লিকা যারা দেখছেন সকলেই বেশ খুশি হয়ে উঠছেন। তবে সবার কাছেই বেশ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রেপ্লিকা মডেলের ছোট্ট পুতনা রাক্ষসীর মূর্তিটি।”
তবে একটা কথা বলতেই হয়। এই মাইক্রো আর্টিস্টের প্রতিভায় বারংবার মুগ্ধ হচ্ছে জেলাবাসী। আগামী দিনে আরোও কোন চমক তিনি আনতে চলেছেন সেটাই এখন দেখার। সেই জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে।