রামবিলাস রায়ের দুই ছেলে, এক মেয়ে ও এক ভাই রয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাড়ার প্রতিবেশী মুসলিম ভাইয়েরা তাঁর বাড়িতে উপস্থিত হন। এবং হিন্দু রীতি মেনে তাঁর সৎকারের অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দেহ কাঁধে তুলে সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। এবং ওই ব্যক্তির শেষকৃত্য সম্পূর্ণ করা হয়।
আরও পড়ুন: মার্চের প্রথম দিন থেকে পুড়বে চামড়া! চার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দফতরের
advertisement
আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে মাইলের পর মাইল জমি, পুড়ে ছাই জঙ্গল, পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ কাণ্ড
গ্রামবাসীরা জানিয়েছেন, বিহার থেকে প্রায় একশো বছর আগে আরানি গ্রামে তাঁরা আসেন। একশো বছর ধরে ওই পরিবারটি এখানে বসবাস করে। ওই একটি পরিবার ছাড়া গ্রামে আর কোনও হিন্দু পরিবার নেই।
এর আগেও ওই পরিবারের সৎকার করে গ্রামের মানুষেরা। আজও রামবিলাসের মৃত্যুর খবর পেয়ে গ্রামের মানুষ তাঁর সৎকারের জন্য অংশ নেন। এই গ্রামে হিন্দু-মুসলিমের কোনও ভেদাভেদ নেই। তাঁরা মানবিকতার খাতিরে ওই পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
চঞ্চল মোদক